করোনা মোকাবিলা নিয়ে দিদিকে যা বললেন বাবুল সুপ্রিয়


করোনা মোকাবিলা নিয়ে দিদিকে যা বললেন বাবুল সুপ্রিয়

সমাচার ঃ করোনার মোকাবিলা করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রাস্তায় নেমেছেন। যা নিয়ে প্রশংসার পাশাপাশি করোনা নিয়ে মুখ্যমন্ত্রীর নানান মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যা বললেন, “আপনার কাছে হাতজোড় করে একটাই বিনতি আপনি একাই কাজ করছেন; বাকি কেন্দ্রীয় সরকার কিছু করছে না। এই ধারনা মানুষের মধ্যে এই মুহূর্তে ছড়াবেন না। এটা প্রথমত সত্যি নয়। এতে মানুষের মধ্যে অসহায়তা বাড়বে। বরং কেন্দ্র ও রাজ্যে মিলে এক সঙ্গে মানুষের পাশে দাঁড়িয়েছে এটাই এখন গুরুত্বপূর্ণ।”


করোনা মোকাবিলা নিয়ে দিদিকে যা বললেন বাবুল সুপ্রিয়

করোনা মোকাবিলায় প্রশাসনিক থেকে সর্বদলীয় বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই রাজ্যে করোনা ভাইরাসের টেস্ট কিটের অভাব, চিকিৎসা ক্ষেত্রে নানা সাজসরঞ্জামের অপ্রতুলতার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি নতুন আর্থিক সহায়তার প্রকল্প ‘প্রচেষ্টা’ ঘোষণা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী এক এক করে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। বরং বাবুলের বক্তব্য, “আপনি সব কিছু করছেন কিন্তু বেশ কিছু অসত্য কথা ছোট্ট করে বলে দিচ্ছেন। এটা অন্যায়। আমার মনে হয় এই ধরনের ছোট রাজনীতি আপনার করা উচিত নয়, আপনাকে মানায় না।”


করোনা মোকাবিলা নিয়ে দিদিকে যা বললেন বাবুল সুপ্রিয়

করোনা ভাইরাসের টেস্ট কিট প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তার ফেসবুকের মধ্যমে বলেছেন, “আইসিএমআর-এর পক্ষ থেকে বলছি মেদিনীপুর মেডিক্যাল কলেজে ২০০ টেস্ট কিট পাঠানো হয়ে গিয়েছে। আইপিজিএমআইআরে ১২৫টা টেস্ট কিট আছে। বেলেঘাটা নাইসেডে ২০টা রয়েছে। আরও ১০০০ চেস্ট কিট পুনে থেকে পৌঁছে যাওয়ার কথা। উত্তরবঙ্গে ২০০টা কিট ইতিমধ্যে এসে গিয়েছে। এই পরিস্থিতির জন্য আইসিএমআর তৈরি ছিল না বা কিটের আকাল আছে অস্বীকার করার নেই। এখনও পর্যন্ত যা টেস্ট হয়েছে তার থেকে বেশি কিট পশ্চিমবঙ্গে রয়েছে। প্রায় আড়াই হাজার কিট রয়েছে এই রাজ্যে ।” কেন্দ্র থেকে একটাও গ্লাভস দেয়নি বলেও মুখ্যমন্ত্রী যা বলছেন তাও ঠিক নয় বলেও দাবী করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

Post a Comment

Previous Post Next Post