
সাংবাদিক
বৈঠকে ঘোষনা অর্থমন্ত্রীর :
♦ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ
অন্ন যোজনা ঘোষিত হল।
♦ দেশের ৮০ কোটি গরিব মানুষকে
প্রতি মাসে অতিরিক্ত ৫ কেজি করে চাল ও ডাল দেওয়া হবে আগামী তিন মাস ধরে।
♦ প্রতি মাসে এমনিতেই ৫
কেজি করে মাথাপিছু চাল বা ১ কেজি ডাল দেওয়া হয়। এখন প্রতি পরিবার পিছু ১ কেজি ডাল দেওয়া
হবে।
♦ ১ লক্ষ ৭০ হাজার কোটি
টাকার প্যাকেজ হবে।
♦ খাদ্য সুরক্ষাই অগ্রাধিকার।
কোনও গরিব যাতে অভুক্ত না থাকে।
♦ গোটা দেশে ৫৩ লক্ষ মহিলা
স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এই গোষ্ঠী কোনও রকম বন্ধক ছাড়া ১০ লক্ষ টাকা ঋণ পেত, তা বাড়িয়ে
২০ লক্ষ টাকা করা হল।
♦ কৃষক, ১০০ দিনের কাজ
প্রকল্পের কর্মী, বিধবা ভাতা, যে সব মহিলাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে, স্বনির্ভর গোষ্ঠীর
মহিলা, সংগঠিত ক্ষেত্রের কর্মী, নির্মাণ কর্মী, কিষাণ সম্মান যোজনা।
♦ দু কালিন কিস্তিতে অ্যাকাউন্টে
দেওয়া হবে ১০০০ টাকা করে। দেশের ৮ কোটি ৭০ লক্ষ কৃষক এতে উপকৃত হবেন।
♦ বার্ধক্য ভাতা, বিধবা
ভাতা, এবং প্রতিবন্ধী ভাতার এককালীন হাজার টাকা তাঁদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে।
♦ আগামী তিন মাসে দুই কিস্তিতে
এই টাকা দেওয়া হবে। মোট তিন কোটি মানুষ এর ফলে উপকৃত হবেন।
♦ মহিলা জনধন অ্যাকাউন্টে
২০ কোটি মহিলাকে মাসে ৫০০ টাকা করে আগামী তিন মাস দেওয়া হবে। ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফারের
মাধ্যমে টাকা পাঠানো হবে।
♦ একশো দিনের কাজ প্রকল্পে
ন্যূনতম মজুরি ১৮২ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হবে। তার ফলে অতিরিক্ত ২০০০ টাকা
আয় বাড়বে মাসে।
♦ উজ্জ্বলা প্রকল্পের আওতায়
আগামী তিন মাস গরিব মানুষকে তিনটি রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে।
সাড়ে ৮ কোটি মানুষ এর ফলে উপকৃত হবেন।