৯০ হাজার টাকার দুধ ফেলে প্রতিবাদ ব্যবসায়ীদের




সমাচার, হাবড়া ঃ দুধের ট্যাঙ্ক খুলে রাস্তার উপরে প্রায় ৯০ হাজার টাকার দুধ ফেলে দিয়ে অভিনব প্রতিবাদ জানালেন ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে হাবড়া মসলন্দপুর এলাকার বেরগুম ২নং জিপি জানাপুল এলাকায়। এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। ব্যবসায়ীদের বক্তব্য, কলকাতার বিভিন্ন মিষ্টির দোকান গুলো বন্ধ থাকায় তারা দুধ নিয়ে কি করবেন বুঝতে পারছেন না। সেই কারণেই তারা রাস্তার উপর দুধ ফেলে নষ্ট করে দিলেন । তারা জানান যে, গরুর খাবারও যোগাড় করতে পারছেন না।

রাজ্যের বর্তমান যা পরিস্থিতি তাতে এখন তারা নিজেরাই বা কী খাবেন; আবার গরুকেই বা কী খাওয়াবেন? তাদের সমস্যা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানাচ্ছেন।

Post a Comment

Previous Post Next Post