
সমাচার
ওয়েব ডেস্ক ঃ বন্ধ বাজার, বন্ধ রাস্তাঘাট; মিলছে না কর। নাজেহাল রাজ্যের কোষাগার। এই
পরিস্থিতিতে সাধারণ মানুষকেই এগিয়ে আসার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
তিনি আজ নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, নেটব্যাঙ্কিং বা অ্যাপে আর্থিক সহযোগিতা করতে
পারবেন সাধারণ মানুষ।
এদিন মমতা
বন্দ্যোপাধ্যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড দিয়ে বলেন, ''রাজ্যকে বিপুল
ঋণ শোধ করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছিলাম। ভাঁড়ার প্রায়
শূন্য। ব্যবসা বন্ধ। দোকানপাট বন্ধ। লোকের হাতে পয়সা নেই। কী করব? আমরা রাজ্যে একটা
আপত্কালীন ত্রাণ তহবিল করেছি। যে কেউ সহযোগিতা করতে পারেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর
৬২৮০০৫৫০১৩৩৯। আইএফএসসি কোড-আইসিআইসি০০০৬২৮০। এমআইসিআর কোড-৭০০২২৯০১০। এর পাশাপাশি
তিনি রাজ্যের স্বাস্থ্য দফতরের এক সচিব সঞ্জয় বনশলের ফোন নম্বর দেন- ৯০৫১০২২০০০। তিনি
সাধারণ মানুষের উদ্দেশ্যে আরও বলেন, এই তহবিলে শুধু আর্থিক সহযোগিতা নয়, জিনিসপত্রও
দিতে পারেন
শেষ খবর
পাওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে রাজ্যের আপৎকালীন ত্রাণ তহবিলে ১ কোটি
টাকা দিল যুব তৃণমূল। সূত্রে খবর অভিষেক বন্ধোপাধ্যায় আজ এককথা ঘোষণা করেছে।
করোনা পরিস্থিতিতে
প্রশাসনের সাহায্য পেতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। মমতা বলেন,''আমরা আলাদা কন্ট্রোলরুম
না করে একটাই স্টেট কন্ট্রোল রুম করেছি। টোল ফ্রি নম্বর ১০৭০, ল্যান্ডলাইন ০৩৩ ২২১৪৩৫২৬।''
বিস্তারিত
জানতে বা সত্যতা যাচাই করতে লগঅন করুন