ঘরে ফিরলেন সুজান; করোনা ফিরিয়ে দিল ঋত্বিকের পুরানো সংসার

ঘরে ফিরলেন সুজান; করোনা ফিরিয়ে দিল ঋত্বিকের পুরানো সংসার
Pic-google.com

সমাচার ওয়েব ডেস্ক ঃ হৃতিকের কাছে ফিরে এলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজান । যা নিয়ে উচ্ছ্বসিত হৃতিক। নিজের ইনস্টাগ্রামের প্রোফাইলে হৃতিক লিখেছেন,  সুজানের এই বাড়িতে ফিরে আসা একেবারেই ছেলেদের মুখের দিকে তাকিয়ে !

ঘরে ফিরলেন সুজান; করোনা ফিরিয়ে দিল ঋত্বিকের পুরানো সংসার
pic-google.com
হৃতিকের পোস্টের বাংলা করলে মোটামুটি যা দাঁড়ায় তা হল, “এই অনুভূতিটা বড়ই অদ্ভুত লাগছে। একদিকে গোটা বিশ্ব বিপন্ন । গোটা দেশ বন্ধ । লকডাউন । অন্যদিকে তুমি ফিরে আসলে । হ্যাঁ, না হয় আমাদের সন্তানের মুখ চেয়েই ফিরেছো তুমি । হৃতিক আরও লিখলেন, তোমার এই ফিরে আসা ও আমাদের এই সিদ্ধান্ত অনেক কিছু শেখালো । একজন অভিভাবক হওয়াটা যে কত বড় দায়িত্বা তা এই বিপদের দিনে আবার বুঝতে পারলাম । ধন্যবাদ তোমায়....”


হৃতিকের ইনস্টাগ্রামের সেই পোস্ট--

ঘরে ফিরলেন সুজান; করোনা ফিরিয়ে দিল ঋত্বিকের পুরানো সংসার
Pic- Instagram

Post a Comment

Previous Post Next Post