
সমাচার ওয়েব ডেস্ক ঃ ইডেনকে কোয়রান্টিনের প্রয়োজনে ব্যবহারের জন্য সরকারকে প্রস্তাব দিলেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
দেশ জুড়ে এখন লকডাউন চলছে। সুনসান রাজপথ থেকে নগর-বন্দর। বন্ধ খেলাধূলা। করোনার জের সামাল দিতে সরকারকে চিকিৎসার প্রয়োজনে ইডেন গার্ডেন্স ব্যবহার করার প্রস্তাব দিলেন দাদা। তিনি আজ এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, 'যদি সরকার চায়, তা হলে আমরা নিশ্চিত ভাবে ইডেনকে ব্যবহার করতে দেব। এই মুহূর্তে যা যা কিছু প্রয়োজন, আমরা তা করব। এটা নিয়ে একেবারেই কোনও সমস্যা নেই।'
আজ সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করে লিখেছিলেন, 'আমার শহরকে এমন ভাবে দেখার কথা কখনও ভাবিনি। স্টে সেফ। আমি নিশ্চিত, এই পরিস্থিতি বদলে সব ঠিকঠাক হয়ে যাবে দ্রুত।'
দেশ জুড়ে এখন লকডাউন চলছে। সুনসান রাজপথ থেকে নগর-বন্দর। বন্ধ খেলাধূলা। করোনার জের সামাল দিতে সরকারকে চিকিৎসার প্রয়োজনে ইডেন গার্ডেন্স ব্যবহার করার প্রস্তাব দিলেন দাদা। তিনি আজ এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, 'যদি সরকার চায়, তা হলে আমরা নিশ্চিত ভাবে ইডেনকে ব্যবহার করতে দেব। এই মুহূর্তে যা যা কিছু প্রয়োজন, আমরা তা করব। এটা নিয়ে একেবারেই কোনও সমস্যা নেই।'
আজ সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করে লিখেছিলেন, 'আমার শহরকে এমন ভাবে দেখার কথা কখনও ভাবিনি। স্টে সেফ। আমি নিশ্চিত, এই পরিস্থিতি বদলে সব ঠিকঠাক হয়ে যাবে দ্রুত।'