করোনা আতঙ্ক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ভারতকে যা বলল


What the World Health Organization (WHO) told India about the terror of Corona

সমাচার ওয়েব ডেস্ক ঃ বিশ্বজুড়ে করোনার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিদিনই হাজার হাজার  মানুষ প্রাণ হারাচ্ছেন । তথ্য বলছে, বিশ্বজুড়ে এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের কিছু কম অর্থাৎ ২৪ মার্চ সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৩,৯২,২৮৬ জন । আর এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭,১৪৭ জন। তুলনামূলক ভাবে ভারতের পরিসংখ্যান কিছুটা স্বস্তিদায়ক হলেও নেহাতই কম নয়। তবে, ভারতবাসীর সম্মিলিত লড়াই-ই এখনও পর্যন্ত অন্য দেশের মতো বিপজ্জনক পরিস্থিতিতে নিতে পারেনি; এমনই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। মহামারির আতঙ্কের মধ্যেও এটা যেন সাফল্যের শামিল।

What the World Health Organization (WHO) told India about the terror of Corona

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) -র পক্ষে মাইকেল জে রায়ান বলছেন, এই মহামারি রুখে দেওয়ার অভিজ্ঞতা ভারতের আছে। এই মহামারি রুখতে ভারতই গোটা বিশ্বকে দিশা দেখাবে। তিনি আরও বলছেন, অতীতে ভারত গুটি বসন্ত, পোলিওর মতো মহামারি আটকে দিয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই এই  মহামারির মোকাবিলা করবে।

What the World Health Organization (WHO) told India about the terror of Corona


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) মাইকেল জে রায়ান ভারতের প্রশংসা করতে গিয়ে আরও বলেন, 'ভারত খুবই জনবহুল দেশ। এখানে COVID-19 রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে ভারত আগে দুটি মহামারির মোকাবিলা করেছে। মহামারি রুখে দেওয়ার ক্ষমতা এ দেশের আছে।' রায়ান স্বীকার করে নেন, করোনার প্রকোপ কবে কমবে তাঁর উত্তর তাঁদের কাছে নেই। তবে ভারত যে এই মহামারি রুখতে অগ্রণী ভূমিকা নিতে পারে। তিনি এদিন আরও স্পষ্ট করে বলেন, 'করোনা কবে রোখা যাবে এ প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। তবে ভারতের মতো দেশ অতীতেও গোটা বিশ্বকে পথ দেখিয়েছে। আগামী দিনেও দেখাবে আশা করা যায়।'


তথ্য সংগ্রহ BBC.com

Post a Comment

Previous Post Next Post