করোনা মোকাবিলায় নার্সের ভূমিকায় অভিনেত্রী


করোনা মোকাবিলায় নার্সের ভূমিকায় অভিনেত্রী

সমাচার ওয়েব ডেস্ক ঃ করোনা ভাইরাস নিয়ে দেশ যখন তোলপাড়, তখন দেশের শিল্পপতি থেকে শুরু করে একাধিক সুপারস্টাররা প্রধানমন্ত্রীর PM CARES –এ আর্থিক সহযোগিতা করে চলেছেন। সেই পরিস্থিতিতে দেখা গেল দক্ষিণের গ্ল্যাম দুনিয়ার অভিনেত্রীকে নার্সের ভূমিকায় ।

হ্যাঁ, রটনা নয়; ঘটনা! দক্ষিনি ওই অভিনেত্রী সিনেমার জগতে নামার আগে ২০১৪ সালে দিল্লিতে নার্সিং কোর্স পুরো করেছিলেন । এখন করোনা ভাইরাস নিয়ে বিপদের দিনে আজ মুম্বইয়ের যোগেশ্বরী পূর্বের বালাসাহেব ঠাকরে ট্রমা হাসপাতালের আইসোলেশন বিভাগে জরুরি পরিষেবায় হাসপাতালে নার্সের ভূমিকায় তিনি।



করোনা মোকাবিলায় নার্সের ভূমিকায় অভিনেত্রী

তিনি শিখা মালহোত্রা। সঞ্জয় মিশ্রের সঙ্গে 'কাঞ্চলি' ছবিতে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই অভিনেত্রী শিখাই এখন করোনায় আক্রান্ত রোগীদের সাহায্য করতে এগিয়ে এসেছেন।

ভারতের মহারাষ্ট্রেই এখন করোনা বেশি ধরা পড়ছে বলে খবর। সেখানে আক্রান্তের সংখ্যা এখন প্রচুর । হাসপাতালে নার্সদের নিঃশ্বাস ফেলারও সময় নেই, তখন গ্ল্যামার জগতের এই মেয়ে নেমে পড়লেন করোনা আক্রান্তদের সাহায্যে ।

ইতিমধ্যে নার্সের পোশাকে শিখা তাঁর নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছেন। যা এখন প্রচুর ভাইরাল ।

Post a Comment

Previous Post Next Post