
সমাচার ওয়েব ডেস্ক ঃ বিশ্বজুড়ে এখন মহামারী করোনার দাপট। এই মহামারীর বিরুদ্ধে জয় নিশ্চিত করতে গবেষকেরা এখন টিকা বা ওষুধের খোঁজে। এখন দিনরাত এক করে চলছে গবেষকদের লড়াই। কে আগে পারবে এই টিকা বা ওষুধ আবিস্কার করতে।
সাম্প্রতিক খবর অনুযায়ী, অবস্থায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি টিকা তৈরি করেছেন। যা তাঁরা এবার পরীক্ষা মূলকভাবে ব্যবহার করতে চান। আর তার জন্য দরকার আন্ততপক্ষে ৫০০ জন সুস্থ সবল মানুষ।
এই পরীক্ষায় এখন স্বেচ্ছাসেবক হিসাবে প্রয়োজন ১৮ বছর বয়স থেকে ৫৫ বছর বয়সী সুস্থ ও সবল মানুষদের। ইচ্ছুক ব্যক্তিদের আহ্বান জানানো হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। চাইলে যে কেউ যোগাযোগও করতে পারেন ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। ইউকে রেগুলেটর এন্ড এথিক্যাল রিভিউয়ারস ট্রায়াল বা পরীক্ষার অনুমতিও দিয়েছে বলে জানা গিয়েছে।
এই পরীক্ষা সফল হলে বোঝা যাবে করোনা ভাইরাসকে রুখে দেওয়ার জন্য ওই টিকায় প্রয়োজনীয় ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা আছে কিনা।
ইতিপূর্বে ২০১৪ সালে পশ্চিম আফ্রিকার ইবোলা আউটব্রেক হয়েছিল, তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা গবেষকরা দ্রুত কার্যকরী টিকা বার করে চমকে দিয়েছিলেন বিশ্বকে। এবারও এই কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে তাঁরা। তবে তার জন্য আগে দরকার ভলান্টিয়ার। তাহলেই সুনিশ্চিত করা যাবে সুরক্ষার দিক। আর তারপরেই প্রয়োগ করা যাবে টিকা। আর সাফল্য এলেই আসবে মানবসভ্যতার জয়-জয়কার।
--- সংবাদটি সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা হয়েছে।
সাম্প্রতিক খবর অনুযায়ী, অবস্থায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি টিকা তৈরি করেছেন। যা তাঁরা এবার পরীক্ষা মূলকভাবে ব্যবহার করতে চান। আর তার জন্য দরকার আন্ততপক্ষে ৫০০ জন সুস্থ সবল মানুষ।
এই পরীক্ষায় এখন স্বেচ্ছাসেবক হিসাবে প্রয়োজন ১৮ বছর বয়স থেকে ৫৫ বছর বয়সী সুস্থ ও সবল মানুষদের। ইচ্ছুক ব্যক্তিদের আহ্বান জানানো হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। চাইলে যে কেউ যোগাযোগও করতে পারেন ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। ইউকে রেগুলেটর এন্ড এথিক্যাল রিভিউয়ারস ট্রায়াল বা পরীক্ষার অনুমতিও দিয়েছে বলে জানা গিয়েছে।
এই পরীক্ষা সফল হলে বোঝা যাবে করোনা ভাইরাসকে রুখে দেওয়ার জন্য ওই টিকায় প্রয়োজনীয় ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা আছে কিনা।
ইতিপূর্বে ২০১৪ সালে পশ্চিম আফ্রিকার ইবোলা আউটব্রেক হয়েছিল, তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা গবেষকরা দ্রুত কার্যকরী টিকা বার করে চমকে দিয়েছিলেন বিশ্বকে। এবারও এই কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে তাঁরা। তবে তার জন্য আগে দরকার ভলান্টিয়ার। তাহলেই সুনিশ্চিত করা যাবে সুরক্ষার দিক। আর তারপরেই প্রয়োগ করা যাবে টিকা। আর সাফল্য এলেই আসবে মানবসভ্যতার জয়-জয়কার।
--- সংবাদটি সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা হয়েছে।