লকডাউন পরিস্থিতিতে গ্রামস্তরে এক হাজারেরও বেশি আদিবাসী পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিলেন বনগাঁর প্রাক্তন বিধায়ক


লকডাউন পরিস্থিতিতে গ্রামস্তরে এক হাজারেরও বেশি আদিবাসী পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিলেন বনগাঁর প্রাক্তন বিধায়ক

সমাচার ঃ গোপালথানার আদিবাসী গ্রামগুলির এক হাজারেরও বেশি আদিবাসী পরিবারে ৫ কেজি চাল, ১  কেজি ডাল, ১ কেজি চিড়া, বিস্কুট, বাতাসা, সবজি, আলু, মাক্স, ডেটল, সাবান ইত্যাদি তুলে দিলেন। সব মিলিয়ে প্রত্যেকটি পরিবারের যাতে আগামী ২/৩ দিন তাদের খাওয়ার অসুবিধা না হয় তার জন্যই এই উদ্যোগ নিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলার মেন্টর তথা উত্তর ২৪ পরগনা আঞ্চলিক পরিবহন দপ্তরের সদস্য গোপাল শেঠ।


লকডাউন পরিস্থিতিতে গ্রামস্তরে এক হাজারেরও বেশি আদিবাসী পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিলেন বনগাঁর প্রাক্তন বিধায়ক

গোপাল বাবু বলেন, পয়লা এপ্রিল থেকে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া প্রত্যেকটা পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তার প্রতিনিধি হিসাবে কেউ যাতে এই খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখবো এবং আমি পয়লা এপ্রিলের আগে পর্যন্ত যাতে আদিবাসী সম্প্রদায় থেকে শুরু করে বেহুনল্লা (হিজরা) সম্প্রদায় যাতে কোনরকম অনাহারে দিন না কাটায় সেইজন্য আমি এই কর্মসূচি গ্রহণ করেছি। যারা পেটের দায়ে মানুষের মধ্যে গিয়ে ভিড় করতে পারে বিশেষ করে সেই মানুষগুলোকে বেছে নিয়েছি।

যাতে তাদের দ্বারা কোনো রকম করো না ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে না পড়তে পারে। এমনকি আমি ইতিমধ্যে ৫০ হাজার মানুষের মধ্যে স্যানিটাইজার মাক্স ও হ্যান্ডওয়াশ বিতরণ করেছি। প্রতিদিন কোনো না কোনো রকম ভাবে মানুষকে ভালো রাখার চেষ্টা করছি। আমি চাই সবাই মিলে ভালো থাকি অন্তত এই সময় দাঁড়িয়ে জাতি ধর্ম নির্বিশেষে কোন রাজনীতি রং না দেখিয়ে মানুষের পাশে দাঁড়াতে।

Post a Comment

Previous Post Next Post