
সায়ন ঘোষ, গোপালনগর ঃ মানবসভ্যতা আজ এক মহা সংকটের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। করোনার থাবা বসিয়েছে গোটা বিশ্ব জুড়ে। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৬ লক্ষ। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিভিন্ন অনুদান ঘোষণা করার পর থেকে একের পর এক মন্ত্রী থেকে শুরু করে গ্লামার জগতের অনেকেই আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এদিন গোপালনগর স্টেশনপাড়া দুর্গাপূজা কমিটির সদস্যদের তরফে বনগাঁ মহাকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদারের হাতে ১২ হাজার টাকার চেক তুলে দেন কমিটির সম্পাদক অনুপম দাস। উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যরা।
অনুপম বাবু বলেন, ''করোনার বিরুদ্ধে লড়াইয়ে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে এই সামান্য অনুদান করতে পেরে আমরা আনন্দিত।
অনুপম বাবু বলেন, ''করোনার বিরুদ্ধে লড়াইয়ে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে এই সামান্য অনুদান করতে পেরে আমরা আনন্দিত।