বন্ধ মদের দোকান, আত্মঘাতী যুবক


বন্ধ মদের দোকান, আত্মঘাতী যুবক

সমাচার ঃ বন্ধ শহর থেকে গঞ্জ। বাজারে খুব প্রয়োজনীয় পণ্য ছাড়া মিলছে না কিছুই । বন্ধ মদের দোকানও। যারা নিয়মিত মদ্যপানে আসক্ত, তারা পড়েছে বেজায় বিপাকে। এমতাবস্থায় মদ না খেতে পেরে আত্মঘাতী হল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কেরলের কান্নুর জেলায়।

জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম কেসি ভিগিল (২৮)। মৃত ওই ব্যক্তির ঝুলন্ত উদ্ধার করে পুলিশ ।

ওই যুবকের পরিবারের লোকজন জানিয়েছেন, মৃত ওই যুবক প্রতিনিয়ত মদ্যপান করত।কিন্তু দেশে লকডাউনের জন্য বন্ধ মদের দোকান। আর তার কারনেই মানসিক অবসাদে ভুগত সে। সেই হতাশা থেকেই সম্ভাবত আত্মহত্যা সে।

Post a Comment

Previous Post Next Post