কেন্দ্রের কড়া হুঁশিয়ারি : শহরের পথে পুলিশের নজরদারি, চলছে নাকাচেকিং। অমান্য করলেই ৬ মাসের হাজতবাস বা হাজার টাকা জরিমানা



Strict surveillance of the police on the way to the city, is underway. If you disobey, you will have to pay 6 months imprisonment or fine of Tk


বনগাঁর চাকদা রোডে ছবিটি তুলেছেন পলাশ দাস।


সমাচার ওয়েব ডেস্ক ঃ ফের বাংলায় বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। ২ জনের শরীরে মিলেছে মারণ জীবাণু। এদের দু’জনেরই বিদেশ যাত্রার যোগ রয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে একজন মিশর থেকে, অন্যজন ব্রিটেন থেকে বাংলায় ফিরেছিলেন বলে খবর। এখন ভারতে কোভিড-১৯ এর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১১। ইতিমধ্যে ভারতে করোনায় মৃত্যু হয়েছে মোট ১০ জনের।


সুনসান শহর। করোনা সংক্রমণ মোকাবিলায় লকডাউন জারি হয়েছে। বন্ধ ট্রেন, গণপরিবহণও। ইতিমধ্যে আজ মধ্যরাত থেকে আন্তর্জাতিক ও আন্তর্দেশীয় সমস্ত বিমান চলাচলের উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা । চলছে পুলিশের নজরদারি, নাকাচেকিং। ইতিমধ্যেই শতাধিক লকডাউন অমান্যকারীদের গ্রেফতার করা হয়েছে।

সোমবার কেন্দ্রীয় সরকারের নির্দেশে বলা হয়েছে, লকডাউনের নির্দেশিকা না মানলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারায় হাজার টাকা জরিমানা বা ৬ মাসের হাজতবাস হবে। কেন্দ্রের এই নির্দেশিকা জারি হওয়ার পরও বহু জায়গায়তেই সাত জনের অধিক জমায়েত লক্ষ্য করা গেছে।

এসম্পর্কে মোদী টুইট বার্তায় বলেছেন, ‘এখনও পর্যন্ত অনেকেই এমন রয়েছেন যাঁরা গুরুত্বসহকারে লকডাউনকে বিবেচনা করছেন না। অনুগ্রহ করে নিজেকে এবং পরিবারকে রক্ষা করুন। নির্দেশিকা মেনে চলুন।’ এছাড়াও তিনি রাজ্যগুলিকে বলেন, ‘নিয়ম-শৃঙ্খলা মেনে চলার জন্য রাজ্য সরকারগুলোর কাছেও আর্জি জানাচ্ছি।’

Post a Comment

Previous Post Next Post