সমাচার ঃ উত্তর ২৪ পরগণা জেলার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ভিন রাজ্য থেকে মেলা উপলক্ষে আসা শতাধিক ভক্ত আটকে মেলা শুরু হওয়ার দিন দুয়েক আগে ঠাকুর বাড়িতে এসেছিলেন তারা। করোনা আতঙ্কে মেলা বন্ধের ঘোষণার পর কি করে ফিরবেন খুঁজে পাচ্ছেন না তাঁরা। বর্তমানে সরকারী নির্দেশে সমস্ত যানবাহন বন্ধ থাকায় তারা এখন ঠাকুর বাড়ির অতিথিশালায়।
জানা গিয়েছে, ২২ শে মার্চ থেকে ঠাকুরবাড়িতে মতুয়া মহা ধর্ম মেলা ও কামনা সাগরে স্নান করার উদ্দেশ্য কয়েক দিন আগে মহারাষ্ট্র, বিহার দিনাজপুর, শিলিগুড়ি ও ওড়িশ থেকে কয়েকটি দলে প্রায় শ'দুয়েক মানুষ এসেছিল৷ রবিবার দেশজুড়ে জনতা কারফিউ এরপর ট্রেন চলাচল বন্ধ হাওয়ায় তারা আটকে পড়েছেন ঠাকুরবাড়িতে । খাওয়া-দাওয়া সেরে ঘরের মধ্যেই দিনযাপন করছেন তারা। দ্রুত বাড়ি ফেরার ব্যবস্থা করার জন্য শান্তনু ঠাকুরের কাছে তারা আবেদন জানিয়েছেন বলে জানান।
জানা গিয়েছে, ২২ শে মার্চ থেকে ঠাকুরবাড়িতে মতুয়া মহা ধর্ম মেলা ও কামনা সাগরে স্নান করার উদ্দেশ্য কয়েক দিন আগে মহারাষ্ট্র, বিহার দিনাজপুর, শিলিগুড়ি ও ওড়িশ থেকে কয়েকটি দলে প্রায় শ'দুয়েক মানুষ এসেছিল৷ রবিবার দেশজুড়ে জনতা কারফিউ এরপর ট্রেন চলাচল বন্ধ হাওয়ায় তারা আটকে পড়েছেন ঠাকুরবাড়িতে । খাওয়া-দাওয়া সেরে ঘরের মধ্যেই দিনযাপন করছেন তারা। দ্রুত বাড়ি ফেরার ব্যবস্থা করার জন্য শান্তনু ঠাকুরের কাছে তারা আবেদন জানিয়েছেন বলে জানান।