আজ থেকে লকডাউন; নিত্য প্রয়োজনীয় আনাজ গচ্ছিত করতে ভিড় মুদির দোকান থেকে সব্জি বাজারেও


From the crowded grocery store to the vegetable market to get the necessary food

সমাচার ওয়েব ডেস্ক ঃ করোনা আক্রান্তের সংখ্যা রাজ্যে বেড়েই চলেছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্যে আজ ২৩ মার্চ বিকেল ৪টে থেকে ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষিত হয়েছে। সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, দোকানপাঠ বন্ধ থাকবে, চলবে না রাজ্যের গণপরিবহণও। বন্ধ থাকছে সব দোকান, অফিস, কলকারখানা থেকে গোডাউন। নিষেধাজ্ঞা জারি হয়েছে ৭ জনের বেশি মানুষের জমায়েতেও।

তবে আদালত, সংশোধনাগার, স্বাস্থ্য পরিষেবা, পুলিশ, আধাসেনা, বিদ্যুৎ, জল, দমকল, জরুরি পরিষেবা, ব্যাঙ্ক, ATM, সবজি, ফল, মাছ-মাংস, দুধ, পাউরুটি আওতার বাইরে থাকবে। এছাড়াও পেট্রোল পাম্প, রান্নার গ্যাস, ওষুধের দোকান ও সংবাদমাধ্যম শাটডাউনের আওতায় থাকবে না বলেও জানানো হয়েছে।


এই পরিস্থিতিতে রাজ্যে শুরু হয়েছে চরম উত্তেজনা। আজ সকাল থেকেই বাজারে দেখা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় আনাজ সংগ্রহ করতে বাজারে উপছে পড়া ভিড়। বন্ধ ট্রেন; পাশাপাশি করোনা আতঙ্ক। গতকাল জনতা কার্ফু থাকার পর, আজ বাজার খুলতেই ক্রেতাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে।


ক্রেতাদের অভিযোগ, সুযোগে বুঝে কিছু অসাধু ব্যবসাদার বাজারে কৃত্রিম অভাব সৃষ্টি করতে চাইছেন। এরই মধ্যে বনগাঁর বাজারে পুলিশি হানা। বিক্রেতারা ন্যায্য দামে জিনিস বিক্রি করছে কিনা, তা খতিয়ে দেখতে বনগাঁর বাজারে হানা দেয় বনগাঁ থানার পুলিশ। বিক্রেতাদের সতর্ক করে দেওয়া হয়, তাঁরা যেন নির্ধারিত দামের বেশি দামে জিনিস বিক্রি না করেন । পাশাপাশি, কোনও ক্রেতাও যেন প্রয়োজনের অতিরিক্ত রসদ মজুত করার চেষ্টা না করেন, সেই বিষয়েও বিক্রেতাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post