করোনা আতঙ্ক, বন্ধ হতে পারে বারুণী মেলা, দাবী সচেতন নাগরিকবৃন্দের



সমাচার ঃ করোনা থেকে বাঁচতে বারুণী মেলা বন্ধের দাবিতে ঠাকুরনগর রেল স্টেশনে মাইকিং করে চলছে প্রচার ও সাক্ষর সংগ্রহ। রবিবার সকাল থেকে স্টেশনের উপরে মাইক বেধে করোনা নিয়ে পথচলতি মানুষদের সচেতন করছে সচেতন নাগরিকবৃন্দ। সেই সঙ্গে ঠাকুরনগর বারুণী মেলা বন্ধের জন্যও জন সাক্ষর সংগ্রহ করছে তারা। সাক্ষরসহ ঠাকুরবাড়ির দুই পক্ষ যথা শান্তনু ঠাকুর ও মমতা ঠাকুর এবং পুলিশ প্রশাসনকে একটি গণ ডেপুটেশন জমা দেবেন তারা।

সচেতন নাগরিকবৃন্দের দাবি, বারণী মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মানুষের জমায়েত হয়। দলবদ্ধভাবে কামনা সাগরে স্নান করে। সেখান থেকে একজনের শরীরের করোনা ভাইরাস অন্যের শরীরের যেতে পারে। ফলে এই বছর বারুনী মেলা বন্ধ রাখার দাবি জানাচ্ছেন তারা।




এ বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, মতুয়া মেলা করার আমরা কেউ না ভক্তরাই এই মেলা করেন। আমরা কাউকে ঠাকুরবাড়িতে আসতে বারন করতে পারি না। অন্যদিকে মমতা ঠাকুর বলেন, সারা দেশে করোনা যে আতঙ্ক তৈরি হয়েছে তাতে সরকারি কোন নির্দেশিকা জারি হলে সেটা আমরা মান্যতা দেবো। এই বিষয়ে আমারা মেলা করব কিনা সেটা নিয়ে দ্রুত মিটিং করে ঠিক করব।  কারন আমাদের কাছে সব থেকে আগে ভক্ত জীবন।

Post a Comment

Previous Post Next Post