সমাচার ঃ ঠাকুরনগরের বারুনী মেলা নিয়ে একটি মামলা হয়েছিল আগেই l আজ মামলার শুনানিতে বিচারক মেলা বন্ধ করবার নির্দেশ দেয় l এই কোর্টের নির্দেশ পেয়ে গাইঘাটা থানার পুলিশ মেলার দোকান মালিকদের দোকান খুলে নিয়ে যাবার জন্য নির্দেশ দেয় l পুলিশের নির্দেশ পাওয়ার পরই দোকানদাররা দোকান খুলতে শুরু করে l ক্ষতির মুখে দোকানদাররা l মেলার খাজনা দেওয়া হলেও ফেরত পায়নি খাজনা l এ বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশকে আমরা মান্যতা দিচ্ছি l করোনার জেরে মেলা বন্ধের সিদ্ধান্ত আমরা আগেই করেছিলাম l গরিব দোকানদারদের টাকা যারা নিয়েছেন, তাদের টাকা ফেরত দেওয়া হোক বলে দাবি করেন মমতা ঠাকুর l যদিও এব্যাপারে শান্তনু ঠাকুর বা তার গোষ্ঠীর কোন বক্তব্য পাওয়া যায়নি l তারা জানিয়েছেন, কোর্ট পেপার পাওয়ার পরেই আমাদের যা বলার বলব l