সমাচার ঃ রীতিমত পোস্টার দিয়ে সরকারী ভূমি দফতরের কাজ বন্ধ ছিল মধ্যমগ্রাম এ বারাসাত ব্লক ২ ভূমি ও ভূমি রাজস্ব দফতরে। সকাল থেকেই মধ্যমগ্রামের ওই দফতরে গিয়ে কাজ না পেয়ে হয়রানির শিকার হন সাধারণ মানুষ। ওই দফতরের দেওয়ালে পোষ্টার দেখতে পান তারা যে আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত অফিসের সমস্ত কাজ, মিউটেশন বা জমি সংক্রান্ত শুনানি স্থগিত করা হলো। যদিও আধিকারিকের আদেশানুসারে বলা হলেও এই বিজ্ঞপ্তির নিচে কোনো আধিকারিকের পরিচয় বা স্বাক্ষর দেখা যায়নি।এরপর ওই দফতরে কাজে এসে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে থাকেন। পরে সংবাদ মাধ্যমের উপস্থিতিতে খানিকটা তড়িঘড়ি কাজে যোগ দেওয়ার চেষ্টা করেন কর্মচারীরা। মুখমন্ত্রীর সরকারি দফতরে বিকাল ৪টা অবধি কাজের সময়সীমা থাকলেও কাজ স্থগিতের নির্দেশ নেই। সেক্ষেত্রে এরকম তুঘলকি আচরণে ওই দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দফতরের আধিকারিক জানান, দফতর খোলা আছে, বিজ্ঞপ্তির কথা তাদের জানা নেই, তবে জমায়েত এড়ানোর বিষয়টি ভেবে দেখা দরকার।
সমাচার ঃ রীতিমত পোস্টার দিয়ে সরকারী ভূমি দফতরের কাজ বন্ধ ছিল মধ্যমগ্রাম এ বারাসাত ব্লক ২ ভূমি ও ভূমি রাজস্ব দফতরে। সকাল থেকেই মধ্যমগ্রামের ওই দফতরে গিয়ে কাজ না পেয়ে হয়রানির শিকার হন সাধারণ মানুষ। ওই দফতরের দেওয়ালে পোষ্টার দেখতে পান তারা যে আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত অফিসের সমস্ত কাজ, মিউটেশন বা জমি সংক্রান্ত শুনানি স্থগিত করা হলো। যদিও আধিকারিকের আদেশানুসারে বলা হলেও এই বিজ্ঞপ্তির নিচে কোনো আধিকারিকের পরিচয় বা স্বাক্ষর দেখা যায়নি।এরপর ওই দফতরে কাজে এসে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে থাকেন। পরে সংবাদ মাধ্যমের উপস্থিতিতে খানিকটা তড়িঘড়ি কাজে যোগ দেওয়ার চেষ্টা করেন কর্মচারীরা। মুখমন্ত্রীর সরকারি দফতরে বিকাল ৪টা অবধি কাজের সময়সীমা থাকলেও কাজ স্থগিতের নির্দেশ নেই। সেক্ষেত্রে এরকম তুঘলকি আচরণে ওই দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দফতরের আধিকারিক জানান, দফতর খোলা আছে, বিজ্ঞপ্তির কথা তাদের জানা নেই, তবে জমায়েত এড়ানোর বিষয়টি ভেবে দেখা দরকার।