Corona : সঠিকভাবে স্ক্রিনিং করা হচ্ছে কিনা তা ক্ষতিয়ে দেখতে পেট্রাপোল পরিদর্শনে ADM



সমাচার ঃ উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশের পেট্রাপোল স্থল বন্ধর করোনার জেরে ১৩ মার্চ থেকে বন্ধ করা করা হয়েছে l কিন্তু আগে যারা ভারতে এসেছে বা বাংলাদেশ থেকে ফিরছে তাদের সঠিকভাবে স্ক্রিনিং করা হচ্ছে কিনা তা ক্ষতিয়ে দেখতে আজ পেট্রাপোলে আসেন উত্তর ২৪ পরগনার এ ডি এম সুধীর কনথাম l তিনি পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে পেট্রাপোল মুখ্য ভবনে একটি বৈঠক করেন। সেখানে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন l বৈঠক শেষে এডিএম সুধীর কনথাম জানিয়েছেন, যে সমস্ত যাত্রীরা এখনো যাতায়াত করছেন তাদের স্ক্রিনিং ঠিকঠাক হচ্ছে কিনা সেই ব্যাপারে আমরা পরিদর্শন করতে এসেছিলাম l

Post a Comment

Previous Post Next Post