বিরল প্রজাতির সাদা ময়ূর উদ্ধার


বিরল প্রজাতির সাদা ময়ূর উদ্ধার

সমাচার, বসিরহাট ঃ বুধবার ভোররাতে এক পাচারকারীকে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার মুহূর্তে সীমান্তরক্ষীর নজরে আসে। সীমান্তরক্ষীরা তাকে তাড়া করলে পাচারকারী তার ব্যাগ ফেলে পালিয়ে যায়। তার ব্যাগের মধ্য থেকে একটি সাদা ময়ূর উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের তারালী এলাকায়।

জানা গিয়েছে, বসিরহাট সীমান্তের ১১২ নম্বর ব্যাটেলিয়ান জি কোম্পানির সীমান্তরক্ষী বাহিনী টহল দেওয়ার সময় হঠাৎই এক পাচারকারী তার ব্যাগ নিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করে । তখন সীমান্তে কর্মরত জওয়ানদের তাড়া খেয়ে সেই পাচারকারী তার ব্যাগ ফেলে পালিয়ে যায় । এরপর জওয়ানরা ফেলে যাওয়া ব্যাগের মধ্যে দেখতে পায় বিরল প্রজাতির এক সাদা ময়ূর। বিএসএফ জওয়ানরা ওই সাদা ময়ূর উদ্ধার করে বনদপ্তর হাতে তুলে দেয়।

জানা গিয়েছে, এই বিরল প্রজাতির সাদা ময়ূর আড়াই ফুট লম্বা ১ ফুট চওড়া । বনদপ্তর সুত্রে খবর, উদ্ধার হওয়া সাদা ময়ূর এখনো সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসাও করা হচ্ছে । খুব তাড়াতাড়ি তাকে কলকাতা সল্টলেকের নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। এই পাচার কাজের সঙ্গে কোন আন্তর্জাতিক পাখি পাচারকারী যোগসুত্র হয়েছে কিনা সেটা তদন্ত করে দেখছে বিএসএফ ও বনদপ্তর।

Post a Comment

Previous Post Next Post