নিজের বাড়িতেই স্বামীকে খুন, থানায় আত্মসমর্পণ স্ত্রীর



সমাচার ঃ স্বামীকে খুন করে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করল স্ত্রী। অভিযুক্তের নাম শ্যামা দে (শান্তি )। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার নেহেরু নগর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নেহেরুনগরের বাসিন্দা শংকর দে এর প্রথমপক্ষের স্ত্রী চলে যাবার পর আড়াই বছর আগে শান্তি দে কে বিয়ে করে। বিয়ের পর থেকেই শান্তি শংকরের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতো বলে তার পরিবারের দাবী। এমনকি প্রতিনিয়ত তাদের মধ্যে অশান্তি লেগেই থাকত। আর এই কারনে গত এক বছর আগে শান্তি ওরফে শ্যামা দে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। গত কিছুদিন আগে সে আবারও বাড়িতে ফিরে আসে।

এলাকাবাসীর দাবি বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতেই স্বামীকে খুন করে শান্তি। প্রথমে হাতের শিরা কেটে এবং পরে গলায় ফাঁস দিয়ে খুন করে বলে এলাকাবাসীর অভিযোগ। এরপর নিজেই বনগাঁ থানায় গিয়ে আত্মসমর্পণ করে এবং খুনের বিস্তারিত ঘটনা পুলিশকে জানায় সে। বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শংকরের ঝুলন্ত দেহ উদ্ধার করে। ঘটনার জানাজানি হতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা শাস্তির দাবি করেন; সরব হন প্রতিবেশীরাও।

তবে ঠিক কি করনে শান্তি এমন ঘটনা ঘটালো তার এখন স্পষ্ট নয় পুলিশের কাছে। শান্তিকে আটক করে তদন্ত ঘটনার তদন্ত চালাছে বনগাঁ থানার পুলিশ।

Post a Comment

Previous Post Next Post