আবারও করোনা আতঙ্ক! নারকেল গাছের পাতা সাদা? করোনার জের? হিমসিম সাধারণ মানুষ


আবারও করোনা আতঙ্ক! নারকেল গাছের পাতা সাদা? করোনার জের? হিমসিম সাধারণ মানুষ

সমাচার ঃ করোনা ভাইরাসের রেশ কাটতে না কাটতেই আতঙ্কের সৃষ্টি হয়েছে নারকেল পাতার রঙ পাল্টানো নিয়ে। কেউ কেউ বলছে করোনা ভাইরাসের জন্য, আবার কেউ বলছে অতিমাত্রায় নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সীর জন্য।

সূত্রে জানা যাচ্ছে, এক ধরনের সাদা মাছির আক্রমণে নারকেল গাছের পাতা সাদা হয়ে যাচ্ছে। এমনকী নারকেলের রঙও সাদা হয়ে যাচ্ছে। আবার পরে যদি তা হয়ে যাচ্ছে কালো বর্নের।

আবারও করোনা আতঙ্ক! নারকেল গাছের পাতা সাদা? করোনার জের? হিমসিম সাধারণ মানুষ

বনগাঁ সহ বিভিন্ন এলাকায় কিছুদিন ধরে বিভিন্ন জায়গা থেকে এরকম খবর পেয়েছেন জেলা কৃষি দপ্তরের কর্তারা। জেলা কৃষিদপ্তরের কর্তাদের মতে, এটি একটি মাছির কাজ। যার পোশাকি নাম, মিলি বার্গ ও হোয়াইটফ্লাই। হোয়াইট ফ্লাই গাছের পাতায় ডিম পেরে দ্রুত বংশ বিস্তার করছে। এই দুই মাছি গাছের পাতার রস চুষে খাচ্ছে বলে জানান তারা।

বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের বিজ্ঞানীরাও এই কাজ ওই মাছিরই বলে নিশ্চিত করেছেন। ইতিমধ্যে এবিষয় নিয়ে সমস্ত ব্লক ও কৃষি দপ্তরের আধিকারিকরা সচেতন হয়েছে। জেলা কৃষিদপ্তরের উপ-কৃষি অধিকর্তা (প্রশাসন) রঞ্জন রায়চৌধুরী বলেন, এটি এক প্রকার ছোট মাছি। এর আক্রমণে গাছের পাতা সহ ফলও সাদা হয়ে যায়। পরে গাছটির বাঁচার ক্ষমতা হ্রাস পায়। এই মাছি গুলি দ্রুত বংশবিস্তার করতে সক্ষম। আমাদের কাছে খবর আসতেই এ বিষয়ে আমরা যা যা করার তাই ব্যবস্থা নিচ্ছি।


তারা জানান, প্রথমে গাছের পাতা সাদা দেখালেও পরে পাতা পুরো কালো হয়ে যাবে। সালোকসংশ্লেষ হচ্ছে না। ধীরে ধীরে গাছ শুকিয়ে যাচ্ছে। আমরা ভারতের অনেক বিজ্ঞানীর সঙ্গে আলোচনা করেছি। আপনারা কোনো রকম গুজবে কান দেবেন না, আতঙ্কিত হওয়ারও কিছু নেই।

আবারও করোনা আতঙ্ক! নারকেল গাছের পাতা সাদা? করোনার জের? হিমসিম সাধারণ মানুষ



সূত্রে জানা গিয়েছে, মূলত আমারিকার বিভিন্ন শহরে ২০০৪ সালে এই মাছির আক্রমণ দেখা যায়। ভারতে প্রথম তামিলনাড়ু এলাকায়এই মাছির আক্রমণ হয় ২০১৬ সালে। এছাড়া রাজ্যে পূর্ব মেদিনীপুরে প্রথম এই মাছির আক্রমণের কথা শোনা যায়। শুরু থেকেই ব্যবস্থা না নিলে এই মাছির প্রকোপ ভয়াবহ আকার নিতে পারে।


উল্লেখ্য, গত বছর পূর্ব মেদিনীপুর জেলায় এক ধরনের মাছির উপদ্রব দেখা দিয়েছিল। তাতে বহু নারকেল গাছ মারা গিয়েছিল। তবে নতুন ধরনের এই মাছির আক্রমণ কীভাবে ঠেকানো সম্ভব, তা নিয়ে স্পষ্ট করে কিছুই বলতে পারেননি কৃষি বিশেষজ্ঞরা।

আবারও করোনা আতঙ্ক! নারকেল গাছের পাতা সাদা? করোনার জের? হিমসিম সাধারণ মানুষ

সমস্ত ছবি গুলি তথ্যজ্বাল থেকে সংগ্রহ করা।

Post a Comment

Previous Post Next Post