পুরনো কর্মীদের দলমুখি করতে তৃণমূলের নয়া চমক


পুরানো কর্মীদের দল মুখি করতে তৃণমূলের নয়া চমক

সমাচার ঃ ২০১৯ লোকসভা ভোটের ফলাফল খারাপ হওয়ার কারণ খুঁজতে গিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে মমতা শিবিরে। তারমধ্যে অন্যতম ছিল দলের পুরনো কর্মীদের দল থেকে মুখ ফিরিয়ে নেওয়া। দলীয় কর্মীদের পুনরায় দলমুখি করার জন্য ভোট কুশলী পি.কে এর টোটকা হিসাবে পুরনো কর্মীদের যথাযথ সম্মান দিতে এবং তাদের দলমুখি করতে তাদের সঙ্গে দূরত্ব কমাতে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়। রবিবার দুপুরে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার চাঁদাপাড়া বাজারের কাকলী লজে স্বীকৃতি সম্মেলনের আয়োজনের করে বনগাঁ দক্ষিণের তৃণমূল নেতৃত্ব।

এই সম্মেলনে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক সুরজিৎ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস, তৃণমূল ব্লক সভাপতি চিত্ত হালদার ও অলোক নন্দী সহ বিভিন্ন নেতা নেত্রী। এই দিন মোট ১৩০ জন পুরনো কর্মী ও সমাজের বিভিন্ন গুণী মানুষদের সম্মান জানানো হয়।

Post a Comment

Previous Post Next Post