
চিফ রিপোর্টার ঃ করোনা ভাইরাস প্রতিরোধে কলেজ বন্ধ থাকলেও কলেজের অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাস মহাশয়ের উদ্যোগে অন লাইনে ক্লাস নিচ্ছেন হেলেঞ্চা বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যাপকগন। নেট দুনিয়ার কল্যাণে স্কাইপি, ভিডিও কনফারেন্স ও গুগলের সহযোগিতায় পাঠদানের কার্য্যক্রম অব্যাহত রয়েছে হেলেঞ্চা কলেজে এমনটাই জানালেন কলেজের অধ্যক্ষ্য ড. চিত্তরঞ্জন দাস মহাশয়।
![]() |
Add caption |
কলেজ অধ্যক্ষ্যের এহেন সিদ্ধান্তে ছাত্র ছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা এবং এলাকার বুদ্ধিজীবি মহল উক্ত কলেজের অধ্যক্ষ্য ও অধ্যাপক অধ্যাপিকাগনের আন্তরিক সাধুবাদ জানান।
(সমস্ত ছবিগুলি তথ্য থেকে সংগ্রহ করা হয়েছে)