Corona এর জের; অন লাইনে ক্লাস নিচ্ছেন হেলেঞ্চা কলেজের অধ্যাপক অধ্যাপকগন


অন লাইনে ক্লাস নিচ্ছেন হেলেঞ্চা কলেজের অধ্যাপক অধ্যাপকগন

চিফ রিপোর্টার ঃ করোনা ভাইরাস প্রতিরোধে কলেজ বন্ধ থাকলেও কলেজের অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাস মহাশয়ের উদ্যোগে অন লাইনে ক্লাস নিচ্ছেন হেলেঞ্চা বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যাপকগন। নেট দুনিয়ার কল্যাণে স্কাইপি, ভিডিও কনফারেন্স ও গুগলের সহযোগিতায় পাঠদানের কার্য্যক্রম অব্যাহত রয়েছে হেলেঞ্চা কলেজে এমনটাই জানালেন কলেজের অধ্যক্ষ্য ড. চিত্তরঞ্জন দাস মহাশয়।


অন লাইনে ক্লাস নিচ্ছেন হেলেঞ্চা কলেজের অধ্যাপক অধ্যাপকগন
Add caption
কলেজ অধ্যক্ষ্যের এহেন সিদ্ধান্তে ছাত্র ছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা এবং এলাকার বুদ্ধিজীবি মহল উক্ত কলেজের অধ্যক্ষ্য ও অধ্যাপক অধ্যাপিকাগনের আন্তরিক সাধুবাদ জানান।

(সমস্ত ছবিগুলি তথ্য থেকে সংগ্রহ করা হয়েছে)

Post a Comment

Previous Post Next Post