ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২৩



The number of people infected with the Corona virus in India has risen to 227


Pic. From Google


সমাচার ওয়েব ডেস্ক ঃ দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২৩ জনে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে উদ্ধৃত করে আজ শুক্রবার বিকেলে সংবাদ সংস্থা এএনআই ওই তথ্য জানিয়েছে। এপর্যন্ত এক পরিসংখ্যানে প্রকাশ, অন্ধ্র প্রদেশে ৩, ছত্তিসগড়ে ১, রাজধানী দিল্লিতে একজন বিদেশিসহ ১৭ জন লোক আক্রান্ত হয়েছেন। গুজরাটে ৫, হরিয়ানায় ১৪ বিদেশিসহ ১৭, কর্ণাটকে ১৫, কেরালায় ২ বিদেশিসহ ২৮, মহারাষ্ট্রে ৩ বিদেশিসহ ৫২, উড়িষ্যায় ২, পদুচেরিতে ১, পাঞ্জাবে ২, রাজস্থানে ২ বিদেশিসহ ১৭, তামিলনাড়ুতে ৩, তেলেঙ্গানায় ৯ বিদেশিসহ ১৭, কেন্দ্রশাসিত চণ্ডীগড়ে ১, কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে ৪, কেন্দ্রশাসিত লাদাখে ১০, উত্তর প্রদেশে ১ বিদেশিসহ ২৩, উত্তরাখণ্ডে ৩, এবং পশ্চিমবঙ্গে ২ জন আক্রান্ত হয়েছে। এছাড়াও এই তালিকায় রয়েছে ৩২জন বিদেশিও। আক্রান্তদের মধ্যে ২০ জন সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে বলে সুত্রের খবর।

Post a Comment

Previous Post Next Post