CORONA, বিদেশ থেকে ফিরে সটান অপারেশন থিয়েটারে, দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় চিকিৎসকের দম্পতির


Coroner Jerr, returning from overseas to Operation Theater, irresponsible identity doctor couple

সমাচার ঃ রাজ্যে, দেশ তথা সারা বিশ্বজুড়ে যখন করোনা ভাইরাস নিয়ে ত্রাহিত্রাহি রব উঠেছে; তখন রাজ্যেরই এক চিকিৎসক বিদেশ থেকে ফিরে ন্যূনতম স্বাস্থ্য পরীক্ষা না করিয়েই সটান নিজের নার্সিং হোমের অপারেশন থিয়েটারে ঢুকে পড়লেন।

জানা গিয়েছে, গত তিনদিন আগে আমেরিকা থেকে ফিরে বসিরহাট এলাকার দম্পতি চিকিৎসক ভাস্কর ভাস্কর সোম ও তার স্ত্রী রত্না সোম। যেখানে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরকারি ও বেসরকারি  কিৎসকদের  চিকিৎসায়  কোন রকম গাফিলতি না হয় সে দিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেছেন, সরকারি হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা নিজেরাও যেমন সচেতন থাকবেন, অন্যকেও পরিষেবা  দেবেন। এটা আপনাদের দায়িত্ব। এই বিপর্যয়ের মুখে সবাইকে লড়াই করতে হবে।





আর সেখানে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে অমান্য করে বসিরহাটের ওই চিকিৎসক দম্পতি বহাল তবিয়তে বসিরহাট এলাকার তাদের নার্সিং হোমে বিভিন্ন ধরনের অপারেশন করে চলেছেন। সমানতালে রুগীও দেখে চলেছেন। সব মিলিয়ে তাদের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে রোগী থেকে শুরু করে সাধারণ মানুষ। তাদের প্রশ্ন কি করে একজন চিকিৎসক দম্পতি হয়ে তারা এই কাজ করলেন। যেখানে গোটা বিশ্ব করোনা ভাই রাসের আতঙ্কে তটস্থ; তখন তাঁরা চিকিৎসক হয়ে এই কাজ কি ভাবে করতে পারেন?

আরও জানা গিয়েছে, গতকাল শুক্রবার রেশমা বিবি নামে এক সন্তানসম্ভবাকে সিজার করেন ওই দম্পতি চিকিৎসক। এছাড়া আরও বেশ কয়েকটি সন্তান সম্ভবা মহিলাকে অপারেশন করেছে বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি বেশকিছু রোগীও দেখেছেন তাঁরা। তাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করে নজর বন্দী করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি বসিরহাট পৌরসভা পৌরসভার চেয়ারম্যান তপন সরকার জানান, প্রশাসনিকভাবে মহকুমাশাসক, থানা, স্বাস্থ্য ও জেলাকে জানানো হয়েছে। আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব। বসিরহাট স্বাস্থ্য জেলার আধিকারিক দেবব্রত মুখোপাধ্যায় বলেন, নিয়ম মেনে ওই দম্পতি চিকিৎসকের বিরুদ্ধে লিখিতভাবে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছেন ।

Post a Comment

Previous Post Next Post