
সমাচার ঃ করোনা আতঙ্ক শুরু হওয়ার পর থেকেই বাজারে মিলছে না স্যানিটাইজার। আকালে নানানজন নানান উপায় অবলম্বন করছেন। ছড়াচ্ছে অনেক গুজবও। আর সে কারণেই আজ বনগাঁ থানার আইসি মানস চৌধুরীর উদ্যোগে থানার একটি ঘরের মধ্যেই স্যানিটাইজার তৈরি করে তা সাধারণ মানুষের মধ্যে বিলি করা হল।
বনগাঁর আইসি মানস চৌধুরী বলেন" করোনা আতঙ্ক রয়েছে । বাজারে স্যানিটাইজার মিলছে না। নিজেদের বানানো স্যানিটাইজার ও মাস্ক সাধারণ মানুষ ও গাড়ি চালকদের মধ্যে বিলির কাজ শুরু করলাম। সুত্রে খবর, পুলিশের পক্ষ থেকে স্যানিটাইজার বানিয়ে ইতিমধ্যে স্থানীয় মতিগঞ্জ বাসস্ট্যান্ডে বাসচালক ও সাধারণ মানুষের হাতে মাস্ক এবং সেনিটাইজার তুলে দেওয়া হয়েছে। বনগাঁ থানার এই কাজে খুশি সাধারণ মানুষ।
বনগাঁর আইসি মানস চৌধুরী বলেন" করোনা আতঙ্ক রয়েছে । বাজারে স্যানিটাইজার মিলছে না। নিজেদের বানানো স্যানিটাইজার ও মাস্ক সাধারণ মানুষ ও গাড়ি চালকদের মধ্যে বিলির কাজ শুরু করলাম। সুত্রে খবর, পুলিশের পক্ষ থেকে স্যানিটাইজার বানিয়ে ইতিমধ্যে স্থানীয় মতিগঞ্জ বাসস্ট্যান্ডে বাসচালক ও সাধারণ মানুষের হাতে মাস্ক এবং সেনিটাইজার তুলে দেওয়া হয়েছে। বনগাঁ থানার এই কাজে খুশি সাধারণ মানুষ।