
সমাচার ঃ অশোকনগর খৌদেলপুর এলাকায় একটা নাগাদ হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। সাবুর আলী সাহাজি ইন্ডিয়ান ইন্ডিয়ান গ্যাসের ডিস্ট্রিবিউটর। আগুন লাগার ফলে পরপর চারটা গ্যাস সিলিন্ডার বাস করে। আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ আগুনের তীব্রতা এতটাই ছিল একটি ফায়ার বিগেট হিমশিম খেয়ে যাচ্ছিল পরে আরেকটি ফাইল বিগেট আছে আগুন নিয়ন্ত্রণে আনে।