গোবর ও গোমূত্র নিয়ে ঘরে ঘরে পৌঁছালেন বিজেপি নেতা, বিতর্ক




সমাচার ঃ কুসংস্কারের বিরুদ্ধে পথে নামলেন বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির ট্রেড সেলের সভাপতি রবিন ঘোষ। আজ শনিবার সকাল থেকে বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের ছোট জিরাকপুর এলাকায় হাতে গোমূত্র ও গোবর নিয়ে এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে মহিলা-পুরুষদের বিশেষ করে বয়স্কদের করোনাভাইরাস নিয়ে সচেতন করতে ও কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়ার হাত থেকে বাঁচানোর তাগিদে পথে নামলেন তিনি।

পাশাপাশি দলের রাজ্য সভাপতি ও পর্যবেক্ষক তথা রাজ্য নেতারা যেভাবে করোনা ভাইরাস দূর করতে প্রকাশ্যে গোমূত্র পান করছেন, তার বিরুদ্ধে রুখে দাড়িয়েছেন তিনি। তার মতে, গোমূত্র পঞ্চামৃতর মধ‍্যে একটি, যা পূজা পার্বণে একটি মহার্ঘ্য বস্তু হিসাবে কাজে লাগে। কিন্তু এটি একটি গোরুর শরীরের রেচন পদার্থ হওয়ার কারণে তা শরীরে গিয়ে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে।

এই গোমূত্রর ভাইরাস বিনাশকারী কোন ক্ষমতা আছে তা এখনও বিজ্ঞানভিত্তিক ভাবে পরীক্ষিত নয়। সেই কারণে কুসংস্কারকে ভিত করে গোমূত্র পানের বদলে যদি করোনার কোন রকম উপসর্গ ধরা পড়ে তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজেদের একটা সমাজ সচেতকের পরিচয় দিতে হবে। তাই এই কুসংস্কারের বিরুদ্ধে পথে নামলেন বিজেপির এক অংশের বিজেপি নেতারা।

গ্রামবাসীরা এই স্বাস্থ্য সচেতনতামূলক উদ‍্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বিংশ শতাব্দীর দোড়গোড়ায় এসে ডিজিটাল ইন্ডিয়ার যুগে মহাকাশযান পাঠাচ্ছে কখন আবার সার্জিক্যাল স্ট্রাইক সবমিলিয়ে আধুনিক ভারতের কথা যখন বারবার বলা হচ্ছে। এখনো যে কিছু ভারতবাসী গোমূত্রকে ভাইরাসের ভ‍্যাকসিন হিসেবে পান করে, তার সাক্ষী থাকল গোটা বিশ্ব।

Post a Comment

Previous Post Next Post