সার্বভৌম সমাচার, বসিরহাট ঃ মুখ্যমন্ত্রীর বার্তা অনুযায়ী আইন নিজের হাতে তুলে নিলে বা বিধি লংঘন করলেই কঠোরতম শাস্তির কথা বলা সত্বেও সোনারপুর থানার রাজপুর পৌরবাজারে কোনো সামাজিক দূরত্ব ছাড়াই চলছে রমরমিয়ে চলছে বাজার। সোনারপুর এলাকায় লকডাউন চলাকালীন মাছ থেকে শুরু করে আনাজের বাজারে উপছে পড়া ভিড়।
পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলা ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার প্রতিটা এলাকায়ও লকডাউন ভাঙায় বেশ কয়েকজনকে গেপ্তারও করেছে পুলিশ। জানা গিয়েছে, পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় নাকা চেকিং চালাচ্ছে এবং বেশ কয়েকটি এলাকায় এখন পুলিশ মোতায়েন করা হয়েছে ।