লকডাউন অমান্য করে পাড়ায় বসেছে আড্ডা, প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর করল যুবক

লকডাউন অমান্য করে পাড়ায় বসেছে আড্ডা, প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর করল যুবক

সার্বভৌম সমাচার, বারাসাত ঃ লকডাউন অমান্য করে নিয়মিত পাড়ায় বসেছে আড্ডা। আর প্রতিবাদ  করায় এক গৃহবধূকে মারধর করল এক যুবক ও তার বাবা। ঘটনাটি ঘটেছে, বারাসাত থানার অন্তর্গত নবপল্লী কামারপুকুর এলাকায়। গৃহবধূর অভিযোগ, ঐ পাড়ার দুটি যুবক ও বাইরে থেকে আসা কিছু যুবক মিলে আড্ডা বসিয়েছিল রাস্তায়। আক্রান্ত মহিলা প্রতিবাদ করে ওই সময়। তারপরই বচসা শুরু হয়। সেই সময় এক যুবক মহিলার গায়ে হাত দেয়। পরবর্তীতে তার বাবা এসে গৃহবধূকে চড় মারে। গোটা ঘটনার বিবরণ দিয়ে বারাসাত থানায় অভিযোগ জানায় আক্রান্ত ওই মহিলা। অভিযোগ পেয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর পড়ুন-- বিএসএফের বিধিনিষেধে বিপাকে পাট চাষিরা, জেলা শাসককে চিঠি দিলেন গোপাল শেঠ

Post a Comment

Previous Post Next Post