
সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ লকডাউনের কারণে স্কুল বন্ধ থাকায় লেখা পড়ার ধারে ঘেসছে না এলাকার পড়ুয়ারা। দু-একজন অনলাইনে ক্লাস করতে চাইলেও ইন্টারনেট পরিসেবায় সমস্যা রয়েছে গ্রামে। বনগাঁ থানার মুড়িঘাটা আদিবাসী পারুইদের সেই গ্রামের ছাত্র-ছাত্রীদের বইমুখী করতে উদ্যোগ নিল বনগাঁ কলমবাগান অক্ষয় সঙ্ঘর যুবকেরা।বুধবার কলম- বাগানের কয়েকজন শিক্ষক -শিক্ষিকারা দলবেঁধে মুরিঘাটা গ্রামের ছাত্র ছাত্রীদের বাড়িতে গিয়ে খাতা পেন ও চকলেট দিয়ে খাতায় হোম ওয়ার্ক দাগিয়ে দিলেন।সঙ্গে দিলেন রান্নাকরা খাবারের প্যাকেট। শিক্ষক গৌতম ভট্টাচার্য ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন "যারা হোমওয়ার্ক করে রাখবে ,তিন দিন বাদে এসে সেগুলি দেখে তাদেরকে উপহার দেয়া হবে৷ লকডাউন যতদিন চলবে তিনদিন অন্তর আসবেন শিক্ষক শিক্ষিকারা।"
এমন উদ্যোগের খবর পেয়ে মুরিঘাটা গ্রামে যান বনগাঁ থানার আইসি মানস চৌধুরী। তিনি ছাত্র-ছাত্রীদের হাতে হাতে খাতা পেন তুলে দেন। যুবকদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান।
খাতা, বই হাতে বাড়িতে লেখাপড়ার কাজ নিয়ে গাড়াপোতা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সীমা সরদার বলেন" গ্রামে ইন্টারনেটে সমস্যা রয়েছে। এমন উদ্যোগ নেয়ায় আমাদের লেখা পড়াটা নিয়মিত হবে।"
এমন উদ্যোগের খবর পেয়ে মুরিঘাটা গ্রামে যান বনগাঁ থানার আইসি মানস চৌধুরী। তিনি ছাত্র-ছাত্রীদের হাতে হাতে খাতা পেন তুলে দেন। যুবকদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান।
খাতা, বই হাতে বাড়িতে লেখাপড়ার কাজ নিয়ে গাড়াপোতা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সীমা সরদার বলেন" গ্রামে ইন্টারনেটে সমস্যা রয়েছে। এমন উদ্যোগ নেয়ায় আমাদের লেখা পড়াটা নিয়মিত হবে।"