ত্রাণের দাবিতে থালা হাতে নিয়ে রাস্তা অবরোধ পৌরবাসীদের

ত্রাণের দাবিতে থালা হাতে নিয়ে রাস্তা অবরোধ পৌরবাসীদের

সার্বভৌম সমাচার, বসিরহাট ঃ ত্রাণের দাবিতে অবরোধ স্থানীয় বাসিন্দাদের। পুলিশ বোঝাতে গেলে  বিক্ষোভকারীরা পুলিশকে ধরেই বেধড়ক মারধর করে। এমনকি বিক্ষোভকারীদের মারের ফলে এক পুলিশকর্তার মাথা ফেটেছে বলে জানা গিয়েছে। এরপর পুলিশের পাল্টা লাঠিচার্জের ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রে খবর, উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অশ্বত্থ তলা এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, আজ বুধবার সকাল আটটা থেকে বসিরহাট ও বনগাঁ অশ্বততলা রোডে দাসপাড়া ও কাহারপাড়া এলাকার কয়েকশো গ্রামবাসী থালা হাতে নিয়ে রাস্তা অবরোধ করেন। এরপর ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ যায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা ঠিকমতো ত্রাণ পাচ্ছে না রাজনৈতিকভাবে বৈষম্য করা হচ্ছে। পাশাপাশি এই পৌরবাসীর অবরোধ করার পিছনে কোন রাজনৈতিক ধারা প্রবাহিত হয়েছে কিনা; সেটাও তদন্ত করে দেখছে পুলিশ।খবর পাওয়া পর্যন্ত অবরোধ ও বিক্ষোভ চলছিল বলে খবর।


আরও খবর পড়ুন-





Post a Comment

Previous Post Next Post