COVID-19 : এবারে করোনা মোকাবিলায় ভারতীয় আয়ুর্বেদ

COVID-19 : এবারে  করোনা মোকাবিলায় ভারতীয় আয়ুর্বেদ

সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ অবশেষে ভারতের ৫০০০ বছরের পুরাতন ঐতিহ্য কি আটকাতে পারবে এই মহামারীর মারণযাত্রাকে? জানা নেই; তবে আপাতত সেই পথেই হাঁটতে চলেছে মোদী সরকার। জানা গিয়েছে, আপাতত অশ্বগন্ধা, মুলেঠি ও গুডুচি-এই তিনটি ওষধি গাছ নিয়ে পরীক্ষার পথ খুলতে চলেছে আয়ুর্বেদ। আয়ুষ মন্ত্রক জানিয়েছে, কাউন্সিল অফ সায়েন্টেফিক অ্যাণ্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের সঙ্গে একযোগে এই কাজ শুরু হবে। এই তিনটি ওষুধি গাছই ম্যালেরিয়ার জন্য দারুন কাজ করে। আর এই গাছ নিয়েই চলছে পরীক্ষা নিরীক্ষা; যে এগুলি এবার করোনা প্রতিরোধে কাজে লাগানো যায় কি না সেটাই দেখছে বিশেষজ্ঞরা। তবে উল্লেখ্য এগুলি দিয়েই তৈরি আয়ুষ-৬৪; যা বর্তমানে হাইড্রোস্কিক্লোরোকুইনের মত অ্যান্টি ম্যালেরিয়া ওষুধ করোনাকে ঠেকাতে ব্যবহার করা হচ্ছে ।


মন্ত্রক জানিয়েছে এই ট্রায়াল চলবে ১৫ দিন ধরে, দুটি পদ্ধতিতে। একদিকে, শুধু আয়ুর্বেদিক ওষুধ খাবেন রোগি।

অন্যদিকে অ্যালোপ্যাথি ওষুধের সঙ্গে চলবে আয়ুর্বেদিক ওষুধের ডোজ। এজন্য গঠন করা হয়েছে ১৭ সদস্যের কমিটি। ইউজিসির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ভূষণ পটবর্ধনের নেতৃত্বে কমিটি কাজ করবে।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২১,৩৯৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪১ জনের । আর এই নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে ৬৮১।

আরও খবর দেখুন--







Post a Comment

Previous Post Next Post