
সার্বভৌম সমাচার, মেদিনীপুর লকডাউনের মধ্যেই রাতের অন্ধকারে রমরমিয়ে চলছে বিলিতি মদের চোরা চালান। তাও আবার খোদ লাইন্সেন প্রাপ্ত মদের দোকানেরই। প্রতিবাদ করে রুখে দাঁড়ালো এলাকায় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা থানার বালিঘাই এলাকায়।
জানা গিয়েছে, বিপুল পরিমানে বিলিতি মদপাচার করার সময় এলাকার বাসিন্দাদের তাড়া খেয়ে পাচারকারীরা তাদের মোটর বাইক সহ দুই পেটি বিলিতি মদের বোতল ফেলে পালিয়ে যায়। গ্রামবাসীদের বিক্ষোভে অবশেষে পুলিশ এসে ফেলে যাওয়া বাইক ও মদের পেটি বাজেয়াপ্ত করে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এগরা কাঁথি রাজ্য সড়কের বালিঘাই বাসস্ট্যান্ড থেকে কিছু দূরে অবস্থিত সরকারী লাইন্সেন প্রাপ্ত দোকান রয়েছে। ওই দোকান থেকে বিলিতি মদের দোকান থেকে চড়াদামে পেটি পেটি বিলিতি মদ বিক্রী করা হচ্ছিল। স্থানীয় সূত্রে খবর, একটি মারুতি ও কয়েকটি মোটরবাইকে করে মদ পাচার হচ্ছিল। বিষয়টি জানাজানি হতেই এলাকার বাসিন্দারা তাড়া করে আসে। এরপর ওই মারুতি ও দুটি মোটর বাইক মদ নিয়ে পালালেও একটি মোটর বাইক ফেলে পালায় পাচারকারী। এরপর এলাকায় বাসিন্দারা ওই দোকানের সামনে বিক্ষোভ দেখাতে থাকে।
জানা গিয়েছে, বিপুল পরিমানে বিলিতি মদপাচার করার সময় এলাকার বাসিন্দাদের তাড়া খেয়ে পাচারকারীরা তাদের মোটর বাইক সহ দুই পেটি বিলিতি মদের বোতল ফেলে পালিয়ে যায়। গ্রামবাসীদের বিক্ষোভে অবশেষে পুলিশ এসে ফেলে যাওয়া বাইক ও মদের পেটি বাজেয়াপ্ত করে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এগরা কাঁথি রাজ্য সড়কের বালিঘাই বাসস্ট্যান্ড থেকে কিছু দূরে অবস্থিত সরকারী লাইন্সেন প্রাপ্ত দোকান রয়েছে। ওই দোকান থেকে বিলিতি মদের দোকান থেকে চড়াদামে পেটি পেটি বিলিতি মদ বিক্রী করা হচ্ছিল। স্থানীয় সূত্রে খবর, একটি মারুতি ও কয়েকটি মোটরবাইকে করে মদ পাচার হচ্ছিল। বিষয়টি জানাজানি হতেই এলাকার বাসিন্দারা তাড়া করে আসে। এরপর ওই মারুতি ও দুটি মোটর বাইক মদ নিয়ে পালালেও একটি মোটর বাইক ফেলে পালায় পাচারকারী। এরপর এলাকায় বাসিন্দারা ওই দোকানের সামনে বিক্ষোভ দেখাতে থাকে।
খবর পেয়ে এগরা থানার পুলিশ এসে মদের পেটি সহ মোটর বাইকটিকে উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি লাইন্সেন প্রাপ্ত বিলিতি মদের দোকানের মালিকের ছেলেকেও আটক করে পুলিশ। যদিও বিলিতি মদের ব্যবসায়ীর দাবী লকডাউনের আগে থেকেই তাদের টাকা দিয়ে রেখেছিল কিছু ব্যক্তি। সেই অর্ডার মতোই মাল দেওয়া হচ্চিল।
আরও খবর পড়ুন-- বাড়ছে লকডাউন ভাঙার প্রবনতা; সতর্ক পুলিশও
স্থানীয় এক বাসিন্দা বলেন, লক ডাউনের চলাকালীন মাঝে-মধ্যেই রাতের অন্ধকারে ওই লাইন্সেন প্রাপ্ত মদের দোকানে রমরমিয়ে বিক্রি হত মদ। গভীর রাত পর্ষন্ত দোকানে বাইক ও গাড়ির আনোগোনা ছিল৷
এগরা থানার ওসি কাশীনাথ চৌধুরি বলেন, দোকানের মালিকের ছেলেকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এগরা থানার ওসি কাশীনাথ চৌধুরি বলেন, দোকানের মালিকের ছেলেকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।