
সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ নিজের বিধানসভা এলাকায় করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে বেরিয়ে সাধারণ মানুষদের মাস্ক পরালেন বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। এরপর তৃণমূলের নেতাকর্মীদেরও সামনে পেয়ে তাদেরকেও মাস্ক পরালেন তিনি। সকলকে আরো বেশি সচেতন থাকবার পরামর্শ দেন তিনি।
সোমবার সকালে স্থানীয় কয়েকজন যুবকদের নিয়ে বনগাঁর চাঁপাবেড়িয়া কালীবাড়ি বাজার এলাকায় ও আশেপাশের পাড়ার মধ্যে ঘুরে ঘুরে মানুষকে সচেতন করেন এবং যাদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক পরালেন তিনি ।
আরও খবর পড়ুন-- বাড়ছে লকডাউন ভাঙার প্রবনতা; সতর্ক পুলিশও
আরও খবর পড়ুন-- বাড়ছে লকডাউন ভাঙার প্রবনতা; সতর্ক পুলিশও
বিশ্বজিৎ দাস বলেন, “আমি বনগাঁর বিধায়ক। তাই দলমত নির্বিশেষে সকল মানুষই আমার আপন। বনগাঁর মানুষকে সাধ্যমত সহযোগিতা করে সচেতন করতে বেরিয়েছি । বনগাঁর মানুষের প্রয়োজনে আমি বিধায়ক তহবিল থেকে সকলের জন্যই বনগাঁ মহকুমা হাসপাতালে ৪৪ লক্ষ টাকা দিয়েছি”। এছাড়াও তৃণমূল নেতাকর্মীসহ সাধারণ মানুষদের যেকোনো অসুবিধায় তাকে ফোন করার কথাও বলেন বিশ্বজিৎ বাবু।