
সার্বভৌম সমাচার, বারুইপুর ঃ করোনা আতঙ্ক; দেশ জুড়ে চলছে লকডাউন। সারা দেশের মানুষ আজ ঘর বন্দি। কবে এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠবে দেশের মানুষ তা কেউই জানে না। দুই ২৪ পরগণাতেই হটস্পট জারি করেছে। এই অবস্থায় দেশের গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন বারুইপুর ব্লকের উত্তর ভাগের বাসিন্দা শংকর নস্কর। তিনি আজ ১০০ টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তুলে দিলেন দিলেন চাল, আলু , পেঁয়াজ, ডিম, সাবান ও মাক্স। তিনি বলেন, “আপনারা ঘরে থাকুন, আমরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল আলু পৌছে দেবো । আপনাদের বাইরে এসে আর নিতে হবে না”। শংকর বাবু আরোও বলেন, “যাদের সামর্থ্য আছে তারা যদি অসহায় মানুষগুলির পাশে দাঁড়ায় অনেকটা রেহাই পাবে”।
আরও খবর পড়ুন-- বাড়ছে লকডাউন ভাঙার প্রবনতা; সতর্ক পুলিশও
এমনকি রাস্তায় দাঁড়িয়ে সবার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলেন, “আমাদের প্রধানমন্ত্রী ,মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসন যেভাবে রাস্তায় নেমে খাটছে, শুধু আপনাদের জন্য। এই কঠিন ভাইরাস যাতে আপনাদের ভিতরে প্রবেশ করতে না পারে। আমরা সবাই মিলে এক হয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের কথা মেনে চলি তাহলে এই সংক্রমনের হাত থেকে বাঁচতে পারবো”।