সার্বভৌম সমাচার, বাদুড়িয়া : বৃহস্পতিবার ত্রাণের দাবিতে পুলিশের সাথে খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছিল বাদুড়িয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের জোড়া অশ্বত্থতলার দাস পাড়া ও কাহার পাড়া। ওই ঘটনায় আক্রান্ত হয়েছিলেন ৪ পুলিশ কর্মী।এরপর ওই এলাকার ২২ জন পুরুষ ও মহিলাকে গ্রেফতার করা হয়।
তার পরদিন ঐ এলাকায় ঢুকলে দেখা যাচ্ছে একপ্রকার পুরুষ শূন্য হয়ে আছে সমস্ত পাড়া। রাতভর চলেছে পুলিশি টহল, সকাল থেকে রয়েছে পুলিশ পিকেটিং। ঘরের ছেলেরা কেউ গ্রেফতার হয়েছে আবার কেউ বাড়ি ছেড়ে পালিয়েছে। এলাকায় ঢুকতেই চোখে পড়ছে স্বজনহারা বৃদ্ধাদের চোখের জল। খাবারের চাহিদায় আর্তনাদ করছেন তারা।
রাস্তার পাশ থেকে, পুকুরের ধার থেকে কচুপাতা তুলে সিদ্ধ করে খেয়ে দিন কাটাচ্ছে তারা। হতদরিদ্র পরিবার গুলি। জানেন না কবে ঘরে ফিরবে ছেলে- বৌমারা। সরকারের কাছে তাদের আবেদন তাঁরা যেন দুবেলা যেন দুমুঠো খাবার পান।
আরও খবর দেখুন---