
পলাশ দাস, বনগাঁ ঃ বনগাঁ শহর বিজেপির উত্তর মন্ডলের পক্ষ থেকে আজ শনিবার ২০০ পরিবারের হাতে গো-খাদ্য তুলে দেওয়া হলো । বনগাঁ বিজেপির নেতা জ্ঞান ঘোষের বাড়ি থেকে কৃষকদের হাতে গরুর খাবার তুলে দেন বনগাঁ শহর বিজেপির নেতৃত্ব ।
বিজেপি নেতা সুব্রত লালা বলেন "লকডাউন এর কারণে গো খাদ্যের অভাব দেখা দিয়েছে এবং বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতির নির্দেশে বনগাঁ শহর এলাকায় প্রায় শ'দুয়েক পরিবার আছে যারা গরু প্রতিপালন করেন এবং দুধ বিক্রি করে সংসার চালান। তাদের সহযোগিতা করবার জন্য বিচুলি ও ম্যাশ তুলে দেওয়া হল ।”
বিজেপি নেতা সুব্রত লালা বলেন "লকডাউন এর কারণে গো খাদ্যের অভাব দেখা দিয়েছে এবং বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতির নির্দেশে বনগাঁ শহর এলাকায় প্রায় শ'দুয়েক পরিবার আছে যারা গরু প্রতিপালন করেন এবং দুধ বিক্রি করে সংসার চালান। তাদের সহযোগিতা করবার জন্য বিচুলি ও ম্যাশ তুলে দেওয়া হল ।”
আরও খবর দেখুন--