
সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ এই লকডাউনের মধ্যেও নিজেকে পরিষ্কার রাখতে লুকিয়ে সেলুনে জাচ্ছেন। তাতেও আছে বিপত্তি। এবারে নাপিত ছড়াল করোনা। হ্যাঁ ঠিক জানছেন। মধ্যপ্রদেশের খারগোন জেলায় ৯ জন মানুষের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এই ৬টি কেসই একই গ্রামের। জানা গিয়েছে, গ্রামের একজন নাপিত এই সংক্রমণ ছড়িয়েছে।
বৃহস্পতিবার রাতে ৬ টি পজিটিভ কেসের খবর মেলে পরে শুক্রবার সকালে আরও তিনটি পজিটিভ কেসের কথা সামনে এসেছে। সকালে যাদের পজিটিভ রিপোর্ট এসেছে তাদের মধ্যে ২ জন গোগানওয়া এবং ১ জন খারগোন শহর থেকে।
আসলে, খারগনের অধীনে বারগাঁওয়ে, একজন নাপিত একই সংক্রামিত কাপড় ব্যবহার করেছেন বহু লোকের চুল-দাড়ি-গোঁফ কামানোর জন্য। শোনা যাচ্ছে, যে একই কাপড় ব্যবহারের কারণে করোনার সংক্রমণটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে জানা মাত্রই গ্রামের সমস্ত সীমানা সিল করে দেওয়া হয়েছে।
চিকিৎসক দিব্যেশ ভার্মা কথায়, যে একই গ্রামে রাতেই ৬টি এবং সকালে ৩টি করোনা পজিটিভ কেসের সন্ধান মিলেছে। বারগাঁওয়ের ৬ জন গ্রামবাসী সংক্রামিত হয়েছেন। গ্রামের নাপিত অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রেও একই সংক্রামিত কাপড় ব্যবহার করেছিলেন। এরফলে অন্যান্য ব্যক্তিরা এটি দ্বারা সংক্রামিত হয়েছেন। এরপরই পুরো গ্রামটি সিল করে দেওয়া হয়েছে।
চিকিৎসক দিব্যেশ ভার্মা কথায়, যে একই গ্রামে রাতেই ৬টি এবং সকালে ৩টি করোনা পজিটিভ কেসের সন্ধান মিলেছে। বারগাঁওয়ের ৬ জন গ্রামবাসী সংক্রামিত হয়েছেন। গ্রামের নাপিত অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রেও একই সংক্রামিত কাপড় ব্যবহার করেছিলেন। এরফলে অন্যান্য ব্যক্তিরা এটি দ্বারা সংক্রামিত হয়েছেন। এরপরই পুরো গ্রামটি সিল করে দেওয়া হয়েছে।
আরও জানা গিয়েছে, বারগাঁও এলাকায় ওই একজন নাপিত একই কাপড়ে বেশ কয়েকজনের ক্ষেত্রে ব্যবহার করায় ওই গ্রামের ৬ জনের মধ্যে সংক্রামণ ধরা পরেছে।
আরও খবর দেখুন--