রেশন সামগ্রী পাচার করতে গিয়ে পুলিশের জালে তিন পাচারকারী

রেশন  সামগ্রী পাচার করতে গিয়ে পুলিশের জালে তিন পাচারকারী

সার্বভৌম সমাচার, দিঘা ঃ রেশন সামগ্রি ভিন রাজ্যে পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো পাচারকারী দুই যুবক। সেই সঙ্গে একটি পিকআপ ভ্যানও আটক করেছে পুলিশ। দুইজনকে জিজ্ঞসাবাদের পর ঘটনার যুক্ত আঁটা কলের মালিকের নাম জানতে পারে পুলিশ।অভিযান চালিয়ে পুলিশ রামনগর থেকে আঁটা কলের মালিককেও গ্রেফতার করেছে।

দিঘার থানার পুলিশ জানিয়েছে ধৃতরা হল আটা কলের মালিক রামনগরের মান্দার গ্রামের সন্তোষ মণ্ডল, গাড়ির চালক সুধাং শেঠি ও উড়িষ্যার ভোগরাই এলাকায় বাসিন্দা অরুন চাঁদ।মঙ্গলবার অভিযুক্ত তিনজনকে কাঁথি মহাকুমা আদালতে তোলা হয়।বিচারক গাড়ি চালককে ১৪ দিনের জেল হাজতে নির্দেশ দেন। বাকী দোকানের মালিক সন্তোষ ও উড়িষ্যার বাসিন্দা অরুনকে ৩ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূএে জানাগিয়েছে সন্তোষ মণ্ডলের রামনগরের একটি আঁটার কল রয়েছে। করোনা ভাইরাস সংক্রমন রুখতে উড়িশার ও দিঘা বর্ডার সীল করেছে প্রশাষন৷ শুধু তাই নয় নাঁকা চেকিং শুরু করেছে প্রশাষন। সোমবার বিকালে একটি পিকআপ ভ্যান গাড়ি করে দিঘা হয়ে ভিন রাজ্যে উড়িষ্যার পাচার হচ্ছিল। গোপন সূএে খবর পেয়ে পুলিশ দিঘা ও উড়িষ্যার বর্ডারে হানা দেয়।গাড়ি থেকে ৩০ বস্তা আঁটার বস্তা ও ৬০ টি আঁটার প্যাকেট আটক করে।

রেশন  সামগ্রী পাচার করতে গিয়ে পুলিশের জালে তিন পাচারকারী

ঘটনার বেগতিক বুঝে গাড়ির চালক পালানো চেষ্টা করে বলে অভিযোগ। এরপর পুলিশ তৎপরতার চালক ও পাচারকারী যুবককে আটক করে থানার নিয়ে আসেন। জিজ্ঞসাবাদের পর রামনগরের আঁটা কলের মালিকের নাম জানতে পারে।অভিযান চালিয়ে আঁটা কলের মালিক সন্তোষ মণ্ডলকে গ্রেফতার করে। বস্তাগুলিতে রাজ্য সরকারে রেশন বিলি জন্য তৈরি হয়েছিল তা উল্লেখ্য রয়েছে।

স্বাভাবিক ভাবে রেশন পাচার চক্রের যোগ রয়েছে বলে পুলিশ মনে করেছে। সূএের খবর দিঘা হয়ে উড়িষ্যার পাচার হওয়ার খবর ছিল পুলিশের কাছে। দিঘা থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান বলেন গোপন সূএে খবর পেয়ে হানা দিয়ে রেশন সামগ্রি সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছু রেশন সামগ্রি ও গাড়িটি আটক করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও খবর দেখুন--










Post a Comment

Previous Post Next Post