ভ্যান রিক্সা চালক ও বিশেষভাবে অক্ষম মানুষদের খাদ্য সামগ্রী দিল স্বেচ্ছাসেবী সংগঠন


ভ্যান রিক্সা চালক ও বিশেষভাবে অক্ষম মানুষদের খাদ্য সামগ্রী দিল স্বেচ্ছাসেবী সংগঠন
সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ গোপালনগর জনকল্যাণ মঞ্চের উদ্যোগে এলাকার রিকশাচালক ও প্রতিবন্ধীদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। সোমবার সকালে বিভূতি ভূষন পাঠাগারে শারীরিক দূরত্ব রেখে লাইনে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী গ্রহণ করেন ভ্যান রিকশা চালক ও প্রতিবন্ধীরা । সংগঠনের সদস্যরা চাল ডাল তেল আলু পটল লাউ ঝিঙে ডিম ইচোর হলুদ মসলা সহযোগে একটি প্যাকেট তৈরি করে তাদের হাতে তুলে দেন।

সংগঠন সূত্রে জানা গিয়েছে, গোপালনগর থানা এলাকায় বহু মানুষ আছেন যারা ভ্যান রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে, অনেক প্রতিবন্ধী মানুষ রয়েছেন। লকডাউন এর কারণে তাদের কাজ বন্ধ থাকায় অনাহারে দিন কাটাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী দেওয়া হলেও তা চাহিদার তুলনায় অনেক কম। যাত্রী চলাচল বন্ধ থাকায় কঠিন সমস্যায় পড়েছেন ভ্যান রিক্সা চালকেরা।

সংগঠনের সদস্য প্রাক্তন সেনা কর্মী প্রশান্ত মজুমদার বলেন, যারা ছোটবেলা থেকে আমাদের ভ্যান রিকশায় করে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে এবং এলাকায় বিশেষভাবে অক্ষম অনেক মানুষ রয়েছে। তাদেরকে দিন ১৫ চলার মত খাদ্য সামগ্রী তুলে দিলাম।

আরও খবর দেখুন--











Post a Comment

Previous Post Next Post