ত্রিপলের ঢাকা গাড়ি থেকে আটক চার ব্যক্তি

ত্রিপলের ঢাকা গাড়ি থেকে আটক চার ব্যক্তি

সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ ত্রিপলের ঢাকা গাড়ি থেকে চার ব্যক্তিকে আটক করল বনগাঁ থানার পুলিশ। রবিবার সকাল ১১টা নাগাদ বনগাঁর শিমুলতলা এলাকায় যশোর রোডের উপর একটি লরিকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপর গাড়িটিকে আটকে রেখে বনগাঁ থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে গাড়ি থেকে লরির চালক, খালাসী এবং লরির ভেতর থেকে আরো দুই ব্যক্তিকে উদ্ধার করে। এরপর লরির চালক জানাই তারা উত্তর ২৪ পরগণা জেলার বাগদা থানার হেলেঞ্চার উদ্দেশ্যে বেরিয়েছিল। অবশ্য গাড়িতে থাকা অন্য দুই ব্যক্তি জানায়, তারা পেট্রাপোলের উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের কথায় অসঙ্গতি থাকায় পুলিশ তাদেরকে আটক করে বনগাঁ থানায় নিয়ে আসে। পুলিশ লরিটি হেপাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। তবে লকডাউন চলাকালীন তারা এভাবে কেনই বা বেরিয়েছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ।


আরও খবর দেখুন--










Post a Comment

Previous Post Next Post