এলাকার দুঃস্থ মানুষের পাশে গাঁড়াপোতা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান জয়দেব হালদার



সুকান্ত দেবনাথ, বনগাঁ ঃ করোনা আবহে দেশজুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে কর্মহারা হয়ে গৃহবন্ধি খেটে খাওয়া নিন্ম- মধ্যবিত্ত শ্রেণীর সাধারণ মানুষ। তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন গাঁড়াপোতা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান তথা প্রখ্যাত আইনজীবী জয়দেব হালদার। জানা গিয়েছে তিনি এলাকার প্রায় ১৫০টি গরিব ও দুঃস্থ মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছে। তিনি বলেন, “এই লকডাউন পরিস্থিতিতে এলাকার মানুষ খুবই সমস্যায় পড়েছে। আমি কিছুটা সহযোগিতা করবার চেষ্টা করলাম মাত্র”।

এলাকার মানুষের কথায়, শুধুমাত্র এই লকডাউন পরিস্থিতিতেই নয়, বিভিন্ন সময়ে সাধারণ মানুষ সমস্যায় পড়লে জয়দেব বাবু আমাদের পাশে এগিয়ে আসেন। আজকে তার এই উদ্যোগে খুশি এলাকার মানুষ।

অন্যদিকে শ্রমিকদের পাশে বাজার ব্যবসায়ী সমিতি। করোনার মোকাবেলায় এবারে শ্রমিকদের পাশে এসে দাঁড়ালো উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ থানার অন্তর্গত গাঁড়াপোতা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। আজ রবিবার সকাল ১১ টা নাগাদ বাজারের প্রায় দুশো শ্রমিকের হাতে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। বিভিন্ন পঞ্চায়েত, ক্লাব, সংগঠনের সাথে সাথে গাঁড়াপোতা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির এই উদ্যোগে উপকৃত শ্রমিকরা।

আরও খবর দেখুন--









Post a Comment

Previous Post Next Post