
সার্বভৌম সমাচার, বাগদা ঃ রবিবার উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকে আদিবাসীদের জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রির হাটের আয়োজন করেছিল বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেস l ৮টি আদিবাসী পাড়া থেকে মোট ২৫০ পরিবার দিন এই হাট থেকে বিনামূল্যে চাল, ডাল, তেল, আলু, পটল, লাউ, পেঁয়াজ বাজার করেছে l
লকডাউনের ফলে আদিবাসী সম্প্রদায়ের দিনমজুর পরিবারগুলির অবস্থা খুব খারাপ l সেই আদিবাসী দিনমজুর পরিবার গুলির কথা ভেবে বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল নেতা রামচন্দ্র বোস l
আরও খবর দেখুন--