শুধু ডিএ-ই নয় করোনার পর কেন্দ্রীয় সরকারী কর্মীদের সুযোগ-সুবিধার উপর পড়তে পারে আরও বড় ‘কোপ’


শুধু ডিএ-ই নয় করোনার পর কেন্দ্রীয় সরকারী কর্মীদের সুজগ-সুবিধার উপর পড়তে পারে আরও বড় ‘কোপ’

সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ কেন্দ্রীয় সরকারী কর্মীদের ডিএর ওপরে স্থগিতাদেশের কথা আগেই জানিয়েছে। তবে এবারে শুধু ডিএ-ই নয় এলটিসি (Leave Travel Concession (LTC)ও দুবছরের জন্য স্থগিত করতে পারে বলে জানা গিয়েছে। দেশব্যাপী লকডাউন ঘোষণার পর থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থগিত হয়ে আছে। আর তাই সরকারি কর্মীদের বর্তমানে যেসব সুবিধা দেওয়া হয়, তার থেকে কাটছাট করে ৭০ হাজার কোটি টাকা তুলতে চাইছে সরকার।

সরকারের তরফ থেকে বলা হচ্ছে, অর্থ উপার্জনের কোনও উপায় না থাকলেও, বাজেটে প্রস্তাবিত না বিষয়ে কাটছাট করে ৭০ হাজার কোটি টাকা তুলতে হবে। সেক্ষেত্রে উন্নয়নমূলক খরচেও কোপ পড়তে পারে বলেও জানানো হয়েছে। আর তাই পাশাপাশি ডিএ, এলটিসি আপাতত ফ্রিজ করে দেওয়া হবে।

কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে চালু থাকা ডিএ-র ওপর কোনও কোপ পড়ছে না। কিন্তু ২০২০-র জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ডিএ-র ওপর স্থগিতাদেশ দেওয়ার কথা জানিয়েছে। তবে তাদের এলটিসি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গিয়েছে।

আরও খবর দেখুন--









Post a Comment

Previous Post Next Post