
সার্বভৌম সমাচার, দিঘা ঃ করোনা মহামারীর জেরে মানুষ গৃহবন্দী। বন্ধ কলকারখানা থেকে যানবাহন। মানুষের দুর্ভোগ বেড়েছে। কিন্তু দূষনের মাত্রা কমেছে লাফিয়ে লাফিয়ে। এর ফলে নতুন করে সেজে উঠেছে পরিবেশ। রোম থেকে দিল্লি সর্বত্র একই ছবি। এবার সেই ঘটনার স্বাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘা।
সৈকত শহরের মোহনা এলাকায় ঝাঁকে ঝাঁকে উড়ে এলো পরিযায়ী পাখির দল। গত দুই তিন দিন ধরে এমনি প্রাকৃতিক ঘটনার স্বাক্ষী থাকছেন এই এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা পরিবেশ প্রেমী সত্যব্রত দাস বলেন শীত কালে সাধারণ এই সমস্ত পাখিদের দেখা যায় মোহানার ফিশারি এলাকায়। তবে এবার গরমকালে এলাকা শুনশান থাকার কারণে দেখা মিলছে এই পাখিদের। লক ডাউনের ফলে পরিবেশের জীব কূল তার চেনা ছন্দে ফিরছে।
আরও খবর দেখুন--