মা কে খুন করে গ্রেপ্তার ছেলে

মা কে খুন করে গ্রেপ্তার ছেলে

সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ উত্তর ২৪ পরগনার বাগদা থানার ঘাটপাতিলা পারুইপাড়ার এলাকায় মাকে খুন করার অপরাধে গ্রেপ্তার হল ছেলে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোররাতে ৬১ বছরের সুমিত্রা বিশ্বাসকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে ছেলে জয়গোপাল বিশ্বাসl

তদন্তে নেমে বাগদা থানা পুলিশ জানতে পেরেছে, ১২ বছর আগে বিয়ে হয়েছিল জয়গোপালের। তার একটি ছেলে এবং একটি মেয়ে আছে। সম্প্রতি জয়গোপালের স্ত্রী সাংসারিক অশান্তির কারণে বাপের বাড়িতে চলে যায়l স্ত্রীর সঙ্গে ফোনে কথোপকথনও হয় জয়গোপালের l মাকে মেরে ফেললে স্ত্রী তার সঙ্গে সংসার করবে সেই ভেবেই মাকে খুন করেছে জয় গোপাল বলে ধারনা এলাকাবাসীর l এই ব্যাপারে তদন্ত শুরু করেছে বাগদা থানা পুলিশ l

যদিও স্থানীয় সূত্রে খবর স্ত্রী চলে যাওয়ার পর থেকেই জয় গোপাল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল l সেই কারণেই এই বিপত্তি সে ঘটিয়েছে l বৃহস্পতিবার ধৃত জয়গোপালকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে l


আরও খবর দেখুন—









Post a Comment

Previous Post Next Post