মদের দোকান বন্ধের দাবিতে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের

মদের দোকান বন্ধের দাবিতে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের

সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ লকডাউন চলাকালীন  বন্ধ ছিল মদের দোকান। আর রাজ্যের সমস্ত প্রান্তে মদের দোকান খুলে দিতেই হুড়মুড়িয়ে ভিড় করছে মদের দোকান গুলিতে। যার ফলে ছড়িয়ে পড়তে পারে এই মহামারী করোনা ভাইরাস। এবারে তারই প্রতিবাদে ময়দানে নামলেন বনগাঁ মতিগঞ্জ এলাকার মহিলারা। তাঁদের সঙ্গ দিলেন এলাকার পুরুষেরা।

আরও খবর পড়ুন--

সোমবার থেকে মদের দোকান খোলার পরেই প্রচুর ভিড় লক্ষ করা যায় বনগাঁ শহরের মদের দোকান গুলিতে। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে।


মদের দোকান বন্ধের দাবিতে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের


লকডাউন উপেক্ষা করেই প্রতিদিন মদ কিনতে লাইনে দাঁড়াচ্ছে শয়ে শয়ে মানুষ।  আর তাই মদের দোকান বন্ধ রাখার দাবিতে বনগাঁ মতিগঞ্জ এলাকায় মদের দোকানের সামনে  বিক্ষোভ দেখাতে থাকে ওই এলাকার বাসিন্দারা। তাদের দাবি, লকডাউনের মধ্যে মদের দোকান খোলার পর থেকে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।  লকডাউন উপেক্ষা করে এলাকায় প্রচুর মানুষের জমায়েত হচ্ছে । আর তাই অবিলম্বে মদের দোকান বন্ধ করতে হবে।

আরও খবর দেখুন--









Post a Comment

Previous Post Next Post