CORONA : বনগাঁয় করোনা; এবারে খোঁজ মিলল বনগাঁ পৌর এলাকায়

CORONA : বনগাঁয় করোনা; এবারে খোঁজ মিলল বনগাঁ পৌর এলাকায়

সার্বভৌম সমাচার বনগাঁ ঃ এবারে উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ মহাকুমা পৌরসভার  চাঁপাবেড়িয়ার কালীবাড়ি রাজার সংলগ্ন এলাকার এক গৃহবধূর শরীরে খোঁজ মিলেছে করোনা ভাইরাসের। খবরে প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে ওই মহিলা কিডনির সমস্যা নিয়ে সম্প্রতি বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ২ ই মে তারিখে তাকে কলকাতা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে যেখনেই চিকিৎসাধীন রয়েছেন। বনগাঁর চেয়ারম্যান শংকর আঢ্য জানিয়েছেন, ওই হাসপাতালে মহিলার রুটিনমাফিক লালারস পরীক্ষা করা হলে  করোনা পজেটিভ পাওয়ায় গিয়েছে।

বুধবার দুপুরে বনগাঁ পুলিশ প্রশাসন , বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য ঘটনাস্থলে গিয়ে বাঁশ দিয়ে ঘিরে দেন ওই এলাকা । আক্রান্ত ওই মহিলার মেয়ে জামাই তাকে তার চিকিৎসার প্রয়োজনে  কলকাতা যাতায়াত করছিলেন৷ এজন্য পরিবারের সকল সদস্য ও তার আশপাশের লোকজনদেরও হোম কোয়াইরাইনটাই করেছে প্রশাসন । পাশাপাশি দমকল বিভাগ থেকে স্যানিটাইজার কাজ শুরু করা হয়।

এরপর বনগাঁ পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে আগামী ১৪ দিন পৌর এলাকার বাসিন্দাদেরকে বাড়িতে থাকার জন্য অনুরোধ করে। বর্তমানে বনগাঁ পৌর এলাকাসহ আসেপাশের এলাকাতেও আতঙ্ক ছড়িতেছে।


আরও খবর দেখুন--










Post a Comment

Previous Post Next Post